New Vande Bharat Express: ফের চালু হচ্ছে দুটি নতুন বন্দে ভারত, বাংলা পাচ্ছে একটি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরে ৭০০ কোটির কাছাকাছি মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের (Indian Railways) উপর এই বিপুল সংখ্যক মানুষের নির্ভরশীলতা দিন দিন রেলের দায়িত্ব বাড়াচ্ছে। রেলের দায়িত্ব বাড়ছে যাত্রীদের আরও স্বাচ্ছন্দ থেকে শুরু করে নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রে উন্নত মানের পরিষেবা দেওয়া। এসবের ফলশ্রুতি হিসাবেই ভারতের মাটিতে এখন ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যেই ৩৯ টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চালানো হচ্ছে। পাশাপাশি দুটি বন্দে ভারত এক্সপ্রেস রিজার্ভ হিসাবে রাখা হয়েছে। যে ৩৯ টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে যাতায়াত করছে তাদের মধ্যে আবার পাঁচটি বন্দে ভারত চলে বাংলা থেকে। এবার এই তালিকায় আরও একটি বন্দে ভারত যুক্ত হতে চলেছে বাংলায় আর দুটি বন্দে ভারত (New Vande Bharat Express) যুক্ত হতে চলেছে ভারতীয় রেল নেটওয়ার্ককে।

Advertisements

নতুন দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে ভারতের মোট বন্দে ভারতের সংখ্যা হবে ৪৩ এবং বাংলার হবে ৬। নতুন যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার বিষয়ে জানা যাচ্ছে সেই দুটি বন্দে ভারত পাটনার সঙ্গে যুক্ত হতে চলেছে। এর মধ্যে একটি পাটনার সঙ্গে সংযুক্ত করবে লখনউ এবং অযোধ্যাকে। অন্যদিকে আরেকটি সংযুক্ত করবে পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে। নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে নতুন বন্দে ভারত ছুটবে। ইতিমধ্যেই নতুন সেই বন্দে ভারত এসে পৌঁছেছে নিউ জলপাইগুড়িতে।

Advertisements

আরও পড়ুন ? New Saffron Color Vande Bharat Express: নীল সাদা নয়, এবার বাংলায় এলো নতুন কমলা রঙের বন্দে ভারত, চলবে এই রুটে

এই দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও কবে এই দুটি ট্রেনের সূচনা হবে তা সম্পর্কে রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। অন্যদিকে পাটনা থেকে অযোধ্যা পর্যন্ত যে বন্দে ভারত চালু হওয়ার জল্পনা তৈরি হয়েছে তার সময়সূচীও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, সকাল ৬টার সময় পাটনা থেকে ট্রেনটি ছাড়বে এবং রাত সাড়ে ১০টায় লখনৌ পৌঁছাতে পারে।

অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত ৪৭১ কিলোমিটার রাস্তা সাত ঘন্টায় পাড়ি দেবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন এই ট্রেনটি চলবে। ট্রেনটি সকাল ৬টার সময় নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে এবং দুপুর ১টার সময় পাটনা পৌঁছাবে। অন্যদিকে দুপুর ৩টের সময় পাটনা থেকে ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে এবং শিলিগুড়ি পৌঁছাবে রাত ১০টায়।

Advertisements