New Saffron Color Vande Bharat Express: নীল সাদা নয়, এবার বাংলায় এলো নতুন কমলা রঙের বন্দে ভারত, চলবে এই রুটে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যাতায়াতের মূল ভরসা যখন রেল, সেই সময় রেলের তরফ থেকেও তাদের পরিষেবায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। ভারতীয় রেলের (Indian Railways), এই সকল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন ট্রেন থেকে শুরু করে স্টেশনগুলিকে নতুন করে সাজিয়ে তোলার পরিপ্রেক্ষিতে। ভারতীয় রেল এই সকল উন্নয়নের জন্য এখনো পর্যন্ত দেশবাসীকে সবচেয়ে বড় যে উপহার দিয়েছে তা হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

ইতিমধ্যেই দেশে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। ৪১টি বন্দে ভারতের মধ্যে ৩৯টি বিভিন্ন রুটে যাতায়াত করে আর দুটি রাখা হয়েছে রিজার্ভ হিসাবে। এই সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে একটি বাদে সবগুলি নীল সাদা রংয়ের। নীল সাদা রংয়ের পরিবর্তে গেরুয়া ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা কালো রঙের বন্দে ভারত আগেই আত্মপ্রকাশ পেয়েছিল। এবার নতুন সেই রঙেরই একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (New Saffron Color Vande Bharat Express) এসে গেল পশ্চিমবঙ্গে।

গত বৃহস্পতিবার চেন্নাইয়ের আইসিএফ কারখানা থেকে নতুন রঙের এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছেছে বাংলায়। তবে এই ট্রেনটি হাওড়া থেকে কোন রুটে ছুটবে না। কেননা নতুন রঙের এই ট্রেনটি এসে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে (NJP)। অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন নতুন করে একটি বন্দে ভারত পেতে চলেছে। এই নিয়ে তারা দ্বিতীয় বন্দে ভারত পাচ্ছে। দ্বিতীয় এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি পাটনা ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাতায়াত করবে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন 👉 Vande Bharat Sleeper: থাকবে গিজার, মিলবে গরম জল, পাত্তা পাবে না রাজধানী এক্সপ্রেসও! বড় পরিকল্পনা বন্দে ভারত স্লিপারে

লোকসভা ভোটের আগে প্রস্তাবিত নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানোর প্রতিশ্রুতি পূরণ করার জন্যই এই ট্রেনের আগমন বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছেছে সেটি আট কামরার বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটিকে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতুহলের শেষ নেই। কেননা এই প্রথম বাংলার মুখ দিয়ে চলবে নতুন গেরুয়া বা কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস।

আট কামরার নতুন এই ট্রেনটির একটি কামরা এক্সিকিউটিভ এবং বাকি কামরাগুলি শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কার। নতুন এই ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার পর ট্রায়াল রান চলবে বলে জানা যাচ্ছে এবং আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে নতুন রংয়ের এই বন্দে ভারতের সূচনা হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত সূচনার বিষয়ে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি।