Indian Railways: ট্রেন ছাড়তে দেরি হলে আর দুশ্চিন্তা নয়, নতুন সময় জানিয়ে চিন্তা কমাবে রেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: জনগণকে সঠিক পরিষেবা দেওয়ার সর্বদাই চেষ্টা করে ভারতীয় রেল। দেশের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড হলো ভারতীয় রেল। ধনী থেকে দরিদ্র সকলেই চোখ বন্ধ করে ভরসা করতে পারে এই পরিবহন ব্যবস্থার ওপর। স্বল্প খরচ এবং অল্প সময়ে যেকোনো দূরত্বে আপনি পৌঁছে যেতে পারবেন ভারতীয় রেলের সাহায্যে। অনেক সময় দেখা যায় দূরপাল্লার ট্রেন যদি ছাড়তে দেরি হয়, ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা দূর করে দেবে ভারতীয় রেল।

Advertisements

যাত্রীদের আগে থেকেই ট্রেন দেরি হওয়ার খবর দিয়ে হয়রানি কিছুটা কমানোর চেষ্টা করে ভারতীয় রেল। ভারতীয় রেল (Indian Railways) নিজস্ব খামতি দূর করে আরো উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাত্রীদের। তাই প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা নিয়ে হাজির হল ভারতীয় রেল। পুজোর সময় কিছু স্পেশাল ট্রেনের যাত্রা চালু থাকবে সেটাও জানানো হবে এই ঘোষণায়। চলুন জেনে নেওয়া যাক ঘোষণায় কোন কোন ট্রেনের নাম থাকবে।

Advertisements

আরো পড়ুন: বাড়বে ৭০০০ ট্রেন এবং তৈরি হবে অতিরিক্ত টিকিট কাউন্টার, রেলসূত্রে পাওয়া গেছে এই খবর

দক্ষিণ-পূর্ব রেলের (Indian Railways) পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকটি স্পেশাল ট্রেন আরও কিছুদিন চালানো হবে। চলুন জেনে নিই তালিকায় কোন কোন ট্রেনের নাম আছে। ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল, ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ০৮০১১ ভাঁজপুর-পুরী স্পেশাল এবং ০৮০০৭ শালিমার-ভাঁজপুর স্পেশাল চলতি মাস পর্যন্ত চলবে।

Advertisements

আরো পড়ুন: রইল বন্দে ভারত স্লিপার কোচের প্রথম লুক, ভারতীয় গণ পরিবহনের নতুন দিগন্তের সূচনা

এছাড়াও এই উৎসবের মরশুমে যেসব ট্রেনের সময় পরিবর্তন করা হলো সেগুলো হলো, ২২৮৭৭ হাওড়া-এর্নাকুলাম অন্তদয়া এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ২টো ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬টে ৩০ মিনিটে ছেড়ে যাবে। পাশাপাশি ০৭২২৪ সাঁতরাগাছি সেকেন্দ্রাবাদ স্পেশাল বেলা ১২:৩৫ মিনিটে পরিবর্তে বিকেল ৫টা ২০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। ভারতীয় রেল(Indian Railways) জানিয়েছে লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি হওয়ার কারণে এই বিলম্ব হচ্ছে।

এ মাসে কিছু কিছু স্পেশাল ট্রেন চলবে যার নাম হলো ০৮০১২ পুরী-ভাঁজপুর স্পেশাল এবং ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। আবার ০৮০০৮ ভাঁজপুর-শালিমার স্পেশাল এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেন দুটির যাত্রা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Advertisements