নিজস্ব প্রতিবেদন : বিশ্বের যে সকল দেশে যত বেশি বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে সেই সকল দেশের অর্থনীতি ততই বেশি শক্তিশালী এবং স্থিরতার মধ্য দিয়ে কাটে। বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকলে আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক পরিস্থিতি ওঠানামা করলেও তার প্রভাব কম পড়ে। যে কারণে বিশ্বের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকা দেশগুলি যতই কঠিন পরিস্থিতি আসুক তারা খুব সুন্দরভাবে তা নিয়ন্ত্রণ করে থাকে।
এই তালিকায় এবার ভারত গত কয়েক সপ্তাহে যেভাবে উন্নতি করেছে তাতে রীতিমতো ঈর্ষা হচ্ছে ভারতের শত্রু দেশগুলির। কেননা গত কয়েক সপ্তাহে ভারতে সঞ্চিত বৈদেশিক মুদ্রার ভান্ডার (Forex Reserve in India) হু হু করে বাড়তে শুরু করেছে। ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার হু হু করে বাড়ার কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা দিন দিন স্থিতিশীল হচ্ছে। আর এই পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই বিশ্বের সেই সকল দেশগুলির ঈর্ষা হচ্ছে যারা ভারতের উন্নতি পছন্দ করে না।
এই মুহূর্তে ভারতে কতটা বাড়লো বৈদেশিক মুদ্রার ভান্ডার? বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি নিয়ে গত ২৯ মার্চ শেষ হওয়া সপ্তাহে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে ২.৯৫১ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পেয়েছে। এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়ার পর এখন ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার দাঁড়িয়েছে ৬৪৫.৫৮৩ বিলিয়ন ডলার। এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ভান্ডার এখন ভারতের হাতে রয়েছে যা সর্বকালের সর্বোচ্চ বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন ? UPI Cash Deposit: ব্যাঙ্কে যাওয়ার দিন শেষ! এবার UPI-এর মাধ্যমেই অ্যাকাউন্টে জমা করা যাবে টাকা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, প্রতিকূল আর্থিক পরিবেশে খরচ করার জন্য আরও বেশি পরিমাণে ভারতে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের প্রয়োজন রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য থেকে জানা যাচ্ছে, এর আগের পাঁচ সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি পেয়েছিল ২৬.৫ বিলিয়ন ডলার। গত সপ্তাহের আগের সপ্তাহে এই বৃদ্ধির পরিমাণ ছিল ১৪০ মিলিয়ন ডলার। প্রতিকূল আর্থিক পরিবেশে শক্তিশালী বৈদেশিক মুদ্রার ভান্ডার দেশের অর্থনীতিকে অনেক সাহায্য করবে বলেই মত প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
এর আগে ২০২১ সালে ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার সর্বোচ্চ জায়গায় পৌঁছেছিল। যে সময় ভারতে মোট বৈদেশিক মুদ্রার সঞ্চয় ছিল ৬৪২.৪৫৩ বিলিয়ন ডলার। তবে তারপর থেকেই অতিমারি সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় বিশ্বজুড়ে আর সেই কারণে এই বৈদেশিক মুদ্রার ভান্ডার খরচ হয়। অন্যদিকে বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভারতে বেড়েছে স্বর্ণ ভান্ডারও। যে সপ্তাহের হিসেব তুলে ধরা হয়েছে সেই সপ্তাহে স্বর্ণ ভান্ডার বেড়েছে ৬৭৩ মিলিয়ন ডলার। বর্তমানে ভারতের স্বর্ণভাণ্ডার বেড়ে দাঁড়িয়েছে ৫২.১৬ বিলিয়ন ডলার।