UPI Cash Deposit: ব্যাঙ্কে যাওয়ার দিন শেষ! এবার UPI-এর মাধ্যমেই অ্যাকাউন্টে জমা করা যাবে টাকা

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইউপিআই পরিষেবা। থার্ড পার্টি অ্যাপ হোক অথবা ব্যাংকের নিজস্ব অ্যাপ, ইউপিআই পরিষেবার মাধ্যমে দিন দিন দেশে বাড়ছে লেনদেন। আর এই বিষয়টির উপর নজর দিয়েই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ইউপিআই (UPI) পরিষেবার মাধ্যমে কত বেশি সংখ্যক পরিষেবা গ্রাহকদের প্রদান করা যায় তার উপরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।

ইউপিআই পরিষেবা ব্যবহার করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে সকল বন্দোবস্ত করেছে তার মধ্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি এটিএম কাউন্টার থেকে ইউপিআই ব্যবহার করেই টাকা তোলা যায়। তবে টাকা জমা করার ক্ষেত্রে গ্রাহকদের ইউপিআই (UPI Cash Deposit) ব্যবহার করার কোন নিয়ম এতদিন ছিল না। এবার এই বিষয়টি নিয়েই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোরজোড় শুরু করেছে।

গ্রাহকরা ইউপিআই পরিষেবা ব্যবহার করে টাকা লেনদেন করতে পারলেও অ্যাকাউন্টে টাকা জমা করার ক্ষেত্রে ব্যাঙ্কের শাখায় যেতে হয়। আবার ব্যাংকের শাখায় না গিয়েও টাকা জমা করা যায়, তবে এর জন্য দরকার হয় সেই সকল এটিএম কাউন্টার যেখানে টাকা তোলার পাশাপাশি টাকা ডিপোজিট করার ব্যবস্থা রয়েছে, যাকে আমরা সিডিএম (Cash Deposit Machine) বলে থাকি। আবার এই সকল সিডিএম কাউন্টারে টাকা জমা করার জন্য ডেবিট কার্ড প্রয়োজন হয়।

আরও পড়ুন 👉 UPI Payment: টাকা ট্রান্সফার থেকে রিচার্জ, UPI ট্রানজ্যাকসন করার আগে খেয়াল রাখতে হবে এই ৫ জিনিস

সিডিএম কাউন্টারে টাকা জমা করার বন্দোবস্ত থাকার ফলে যেমন ব্যাংকের শাখায় ভিড় দিন দিন কমতে শুরু করেছে, ঠিক সেই রকমই আবার গ্রাহকদেরও অনেক সুবিধা হচ্ছে। কেননা গ্রাহকরা যেকোনো সময় গিয়ে টাকা জমা করতে পারছেন। এই ব্যবস্থাই ডেবিট কার্ড বাধ্যতামূলক হলেও সেই ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন এনে ডেবিট কার্ডের পাশাপাশি আনা হচ্ছে ইউপিআই। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে পরিকল্পনা নিয়েছে তাতে সিডিএম কাউন্টারে টাকা জমা করার সময় ইউপিআই ব্যবহার করেও টাকা জমা করা যাবে। এক্ষেত্রে তখন আর ডেবিট কার্ড ব্যবহার করতে হবে না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিন দিনের জন্য মুদ্রা কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠক শেষেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস নতুন পদ্ধতিতে টাকা জমা করার বিষয়টি চালু করা নিয়ে ভাবনা-চিন্তা চালানো হচ্ছে বলে জানান। মূলত কার্ডলেস লেনদেনের জনপ্রিয়তা অর্থাৎ ইউপিআই দিনদিন জনপ্রিয় হয়ে ওঠার পরিপ্রেক্ষিতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন ভাবনা-চিন্তা করছে বলে জানানো হয়েছে।