Longest Ropeway: নদীর উপর দিয়েই ছুটে যাবে রোপওয়ে, ভারতের সবচেয়ে লম্বা রোপওয়ে তৈরি হচ্ছে এই জায়গায়

নিজস্ব প্রতিবেদন : পর্যটকদের কাছে রোপওয়ে বরাবর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। যে কারণে বিভিন্ন পর্যটন কেন্দ্রে তৈরি করা হয় রোপওয়ে (Ropeway)। আবার দেখা যায় সেই সকল রোপওয়েতে চলার জন্য পর্যটকদের লাইন দিতে। পর্যটকদের কাছে রোপওয়ের এমন জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার ভারতে তৈরি হতে চলেছে সবচেয়ে লম্বা একটি রোপওয়ে (Longest Ropeway)।

ভারতের সবচেয়ে লম্বা যে রোপওয়ে তৈরি হতে চলেছে সেটি তৈরি হবে নদীর উপর। রোপওয়ে কেবলমাত্র পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরিয়ে দেখার জন্য ব্যবহৃত হয় তা নয়, এর পাশাপাশি রোপওয়ে ব্যবহার করা হয়ে থাকে গণপরিবহনের মাধ্যম হিসেবেও। পাহাড়ি দুর্গম এলাকায় যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে অনেক উঁচু নিচু জায়গা ডিঙ্গিয়ে যেতে হয়, সেই সকল জায়গাতেও রোপওয়ের ব্যবহার রয়েছে।

ভারতের সবচেয়ে লম্বা নদীর উপর যে রোপওয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কাজ সেরে ফেলার জন্য ২০২৫ সালকে লক্ষ্যমাত্রা হিসাবে বেছে নেওয়া হয়েছে। অসমের ব্রহ্মপুত্র নদীর উপর আপাতত দেশের সবচেয়ে লম্বা রোপওয়ে থাকলেও প্রাগরাজে এই রোপওয়ে তৈরি হলে সেটিই সবচেয়ে লম্বা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। নতুন এই রোপওয়ে তৈরি করার জন্য ২৫০ কোটি টাকা খরচ হবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। এখন প্রশ্ন হল এই রোপওয়ে কোথায় তৈরি হবে? এই রোপওয়ে তৈরি হলে কতটা সুবিধা পাবেন পর্যটকরা?

আরও পড়ুন 👉 দীঘা, দার্জিলিং অতীত! এবার দক্ষিণবঙ্গের এই পর্যটন কেন্দ্রে তৈরি হবে রোপওয়ে

২০২৫ সালে রয়েছে কুম্ভ মেলা। প্রয়াগরাজে হবে এই কুম্ভ মেলা। ইতিমধ্যেই ২০২৫ সালের কুম্ভ মেলার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কুম্ভ মেলা মানেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হয়ে থাকে। কেননা প্রতিবছর কুম্ভ মেলার আয়োজন হয় না। চার বছর অন্তর অন্তর কখনো অর্ধ কুম্ভ মেলা আবার কখনো মহা কুম্ভ মেলার আয়োজন হয়। যে কারণে কোটি কোটি আগত পুণ্যার্থীদের সহযোগিতা করার জন্য এবার প্রয়াগরাজ মেলা অথরিটি এই রোপওয়েকে যুক্ত করতে চলেছে।

প্রয়াগরাজে এই রোপওয়ে ত্রিবেণী পুষ্প থেকে শুরু হয়ে সোমেশ্বরনাথ ঘাট হয়ে চলে যাবে সঙ্গমের উপর দিয়ে ঝুনসির উল্টা কিলা পর্যন্ত। এমন একটি রোপওয়ে তৈরি হলে মেলায় আগত মানুষজন রোপওয়ে থেকেই কুম্ভ মেলা এবং সঙ্গমের দৃশ্য উপর থেকে দেখার সুযোগ পাবেন। আগামী দিনে প্রয়াগরাজের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই রোপওয়ে তা নিয়ে কোন সন্দেহ নেই।