Safety of Women: IndiGo মহিলা যাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর, এবার মিলবে এই বড় সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

IndiGo is going to play a leading role in Women’s Safety: এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি হেনস্থার সম্মুখীন হতে হয় নারীকেই তাই নারী সুরক্ষা আজও অত্যন্ত জরুরী। শারীরিক, বাচনিক, মানসিক যেকোনো রকম হেনস্থার শিকার হওয়া থেকে নারীকে রক্ষা করাই নারী সুরক্ষার মূল মন্ত্র। বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে নারী সুরক্ষার পথে বিভিন্ন উদ্দেশ্য গ্রহণ করে চলেছে। সরকারের পক্ষ থেকে নারী সুরক্ষার জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার নারী সুরক্ষায় (Safety of Women) এগিয়ে এলো ইন্ডিগো বিমান সংস্থাও।

Advertisements

রাস্তাঘাটে নারীকে অসম্মান করার ঘটনা প্রায়ই শোনা যায়। ট্রেনে, বাসে প্রতিনিয়ত হেনস্থার শিকার হয় বহু নারী। তাই নারী সুরক্ষার (Safety of Women) উদ্দেশ্যে ট্রেন বা বাস সব ক্ষেত্রেই আলাদা সিট রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে। নারীরা যাতে নিত্যদিনের যাতায়াতে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ করতে পারেন সেই উদ্দেশ্যেই রিজার্ভেশনের ব্যবস্থা চালু করা হয়েছিল। শুধু ট্রেন বাস বা সাধারণ ট্রান্সপোর্ট নয়, কাজের সূত্রে বিমান পরিষেবা ব্যবহার করতে হয় বহু নারীকেও। তাই সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন বিমান পরিষেবার ক্ষেত্রেও।

Advertisements

যে সমস্ত পরিষেবা নারীরা গ্রহণ করে থাকে, সেখানেই চলে আসে নারী নিরাপত্তার (Safety of Women) প্রশ্ন। বিমান পরিষেবার ক্ষেত্রেও এর অন্যথা হওয়া উচিত নয়। বিমান পরিষেবা গ্রহণকালীন নারীর নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি মজবুত করতে ইন্ডিগো নতুন একটি পদক্ষেপ গ্রহণ করছে। এখন থেকে যে সমস্ত নারীরা বিমান পরিষেবা গ্রহণ করবেন তারা একটি বিশেষ সুবিধা পাবেন। সিট বুকিং এর ক্ষেত্রে আপনি চাইলেই আপনার পছন্দের সিটটি কোন নারীর পাশে বুক করার ব্যবস্থা করতে পারেন। ওয়েব চেকিং এর সময় আপনি এই সিটটি বাছাই এর কাজটি করতে পারবেন স্বাচ্ছন্দে।

Advertisements

আরও পড়ুন ? Tarakeswar to Bishnupur Train: কতদূর এগোলো তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনের কাজ! মেগা আপডেট দিল পূর্ব রেল

বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে সিট বুকিং এর ক্ষেত্রে মহিলাদের জন্য নতুন একটি নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে ওয়েব চেকিং এর সময় নিজের পছন্দের সিটটি বেছে নিতে পারবেন মহিলারা। কোন মহিলা চাইলেই আগে থেকে বুক করে রাখা কোন মহিলার সিটের পাশেই নিজের সিটটিকে বেছে নিতে পারেন তিনি। বিমান পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম একেবারেই নতুন। আগে এমন কোন নিয়ম ছিল না বিমানে। সাধারণত বিমানের সিট বুকিংয়ের ক্ষেত্রে নারী পুরুষ কোন ভেদা ভেদ করা হত না এতদিন। কিন্তু নারী সুরক্ষার (Safety of Women) কথা চিন্তা করে এখন থেকে আলাদাভাবে সিট রিজার্ভেশন করার সুযোগ দেওয়া হয়েছে মহিলাদের।

শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্যই ইন্ডিগো পিএনআর তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকার মাধ্যমে মহিলারা জানতে পারবেন কোন সিটগুলি অন্য কোন মহিলা বুকিং করেছেন। তারপর নিজের সিট বেছে নিতে সুবিধা হবে তাদের। তবে এই সুযোগ শুধুমাত্র ইন্ডিগো বিমান গুলিতেই পাওয়া যাবে। কিছু আপত্তিকর বিক্ষিপ্ত ঘটনা এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে ইন্ডিগোকে। গত বছর ইন্ডিগোর এক বিমানে, এক মহিলা চিকিৎসকের সাথে যৌন হেনস্তামূলক আচরণ করার অভিযোগ উঠেছিল এক শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া এক পুরুষ যাত্রী অন্য এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেবার ঘটনাও সামনে আসে গত বছর। তাই বিমানে নারী সুরক্ষার (Safety of Women) বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মহিলা শক্তির বিকাশের মধ্যে দিয়ে কিভাবে নারীদের বিমান যাত্রা আরও আরামদায়ক করা যায় সে বিষয়ে গবেষণা চালাচ্ছে বিমান সংস্থাগুলি

Advertisements