৯৯৯৯ টাকার ফোনেই ৬ জিবি র‌্যাম, ৫২০০ mAh ব্যাটারি

নিজস্ব প্রতিবেদন : আমজনতার সাধ্যের মধ্যে দুর্দান্ত ফিচারসহ infinix নিয়ে এলো একটি স্মার্টফোন। যার দাম মাত্র ৯৯৯৯ টাকা। আর এই ফোনে রয়েছে ৬ জিবি র‌্যাম ও ৫২০০ mAh ব্যাটারি। যা পেতে হয়তো অন্যান্য সংস্থার ফোনের ক্ষেত্রে গ্রাহকদের অনেকটাই খরচ করতে হয়। infinix-এর এই নতুন স্মার্টফোনের মডেল হলো infinix hot 10। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটিতে আর কি কি ফিচার রয়েছে?

ডিসপ্লে : ফোনটি দেখতে খুব আকর্ষণীয়। এই স্মার্টফোনটিকে রয়েছে ১৬৪০x৭২০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৭৮ ইঞ্চি HD এবং TFT LCD ডিসপ্লে। বড় ডিসপ্লে হওয়ার দরুন গেম খেলা থেকে শুরু করে বিনোদনের অন্যান্য সুবিধাগুলি এতে ব্যবহারকারীদের সুবিধা হবে।

প্রসেসর : ভালো পারফর্মেন্সের জন্য এই স্মার্টফোনটিকে রাখা হয়েছে কোর প্রসেসর সহ মিডিয়াটেক হেলিও জি ৭০ প্রসেসর।

র‌্যাম ও স্টোরেজ : ফোনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম। এর পাশাপাশি রয়েছে ১২৮ জিবি রম অর্থাৎ স্টোরেজ। আলাদা করে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যেতে পারে। ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনটিতে।

ব্যাটারি : ৫২০০ mAh Li-ion Polymer ব্যাটারি রয়েছে infinix-এর এই নতুন ফোনটিতে। ১৮ ওয়াট দ্রুত চার্জ যুক্ত। ব্যাটারির আয়ু ২৫ শতাংশ বেশি। যার ফলে ব্যাটারি পারফরমেন্স ব্যবহারকারীদের তেমন সমস্যার মুখে পড়তে হবে না বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

ক্যামেরা : ফোনটির প্রাইম ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এছাড়া রয়েছে দুটি লেন্স ২ এবং ২ মেগাপিক্সেলের (১৬+২+২ মেগাপিক্সেল)। ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে লো লাইট সেনসর।

কানেক্টিভিটি : ডুয়াল সিম অর্থাৎ একসাথে দুটি সিম ব্যবহার করা যাবে ফোনটিতে। ফোনটিতে ৪জি ভোল্টি সাপোর্ট করে।

অন্যান্য : রয়েছে ৩.৫ মিমি হেডফোন, মাইক্রো USB পোর্ট। এছাড়াও রয়েছে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের সুবিধা। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ (Android 10) XOS ৭.০ রয়েছে। আগামী ১৬ই অক্টোবর থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এ ফোনটি পাওয়া যাবে।