স্টেশনে ঘুমন্ত দিন দরিদ্রের পা জুতো দিয়ে পিষল পুলিশ, এতটা মানা যায় না

Antara Nag

Published on:

Advertisements

ভালো খারাপ কতকিছুই ঘটে চলে আমাদের আশেপাশে। তবে সব কিছু আমাদের জানা হয়ে ওঠে না। তবে কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়ার দৌলতে জানতে পারেন সাধারণ মানুষ। এখানেই মাঝে মাঝে জানা যায় কিছু মানুষের মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে আর কিছু মানুষ কতটা খারাপ মানসিকতা ধারণ করে বেঁচে আছেন। সম্প্রতি মথুরা রেলওয়ে স্টেশনে (Mathura Station) এমনই এক অমানসিক ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে (Viral Video)।

Advertisements

প্রথমে দেখা যায়, রেলের ওই পুলিশ অফিসার টর্চলাইট দিয়ে ঘুমন্ত মানুষটার মুখে জ্বালতে থাকেন। তারপর তাঁকে ঘুম থেকে তুলতে পায়ের উপর জুতো ঘষতে থাকেন। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারটিকে দেখা যায়, কোনও রকম প্রতিরোধ করা ছাড়াই দৃশ্যটি দেখছেন, উপভোগও করছেন।

Advertisements

আমির কাদরি নামের এক ব্যক্তি গত ৩১ মার্চ ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন। তিনি জানিয়েছেন, স্টেশনে এক যাত্রী এই ভিডিয়োটি রেকর্ড করেছেন। সেই ভিডিয়োই এখন রীতিমতো ভাইরাল।

Advertisements

এই ভিডিয়ো দেখার পর সোশ্যাল মিডিয়ায় লোকজন একপ্রকার ক্ষোভে ফুঁসছেন। কেউ বলেছেন, এ আবার কেমন পুলিশ। কেউ আবার বলেছেন, স্টেশনে যাঁরা শুয়ে থাকেন, তাঁরা তো মানুষ নন, তাই পুলিশ হয়ে যা খুশি তাই করছে।

এসপি জিআরপি বলেছেন, গতকাল মথুরা জংশনের (Mathura Station) একটি ভিডিয়ো আমাদের নজরে এসেছে, যেখানে দুজন জিআরপি পুলিশকর্মীকে (Police Officers) ঘুমিয়ে থাকা এক ব্যক্তির উপরে জঘন্য ভাবে চড়াও হতে দেখা গিয়েছে। এটি একটি পুরনো ভিডিয়ো। বিষয়টি এখন আমাদের স্ক্যানারে রয়েছে। শীঘ্রই এর বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। আর ভিডিয়োটি ভাইরাল হতেই নড়ে চড়ে বসে মথুরা স্টেশনের জিআরপি। আগ্রার SP GRP নিজে টুইট করে আর একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেন। সেখানে তিনি জানান, এই ঘটনার পর ওই দুই পুলিশকর্মীকে (Police Officers) বরখাস্ত করা হয়েছে।

Advertisements