বিয়ের কার্ড না ট্যাবলেটের পাতা! অবাক করা বিয়ের নিমন্ত্রণপত্র

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিয়ের প্রতিটি মুহূর্ত স্মরণ করে রাখার জন্য নব দম্পতিদের নানান অভিনব উপায় অবলম্বন করতে দেখা যায়। এই সকল মুহূর্ত স্মরণ করে রাখার জন্য বিয়ের যানবাহন থেকে শুরু করে কার্ড সব ক্ষেত্রেই অভিনবত্ব আনতে চান দম্পতিরা। সম্প্রতি সেই রকমই একটি বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে টের পাওয়া মুশকিল বিয়ের কার্ড না ট্যাবলেটের পাতা!

Advertisements

তবে এইসব অভিনবত্বের দিক দিয়ে এবার সকলকে চমকে দিয়েছেন এঞ্জিলারাসন ও বসন্তকুমারী। দুজনের বিয়ে আগামী ৫ সেপ্টেম্বর। তবে তার আগেই তারা চমকে এনে দিয়েছেন তাদের বিয়ের নিমন্ত্রণপত্রে। দারুণ ভাবে তারা তাদের বিয়ের আমন্ত্রণপত্র তৈরি করিয়েছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে ঝড় তুলে দিয়েছে।

Advertisements

এঞ্জিলারাসন ও বসন্তকুমারীর বিয়ের সেই কার্ড এখন পৌঁছে গিয়েছে তাদের আত্মীয়, বন্ধু এবং অন্যান্য পরিজনদের বাড়িতে বাড়িতে। আর সেই বিয়ের কার্ড দেখেই নিমন্ত্রিত ব্যক্তিরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। তাদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে এ বিয়ের কার্ড নাকি ট্যাবলেটের পাতা, তা নিয়েই!

Advertisements

তবে এই অবাক দশা কাটিয়ে দেখা যাচ্ছে ট্যাবলেটের পাতার মত দেখতে তৈরি করা হয়েছে তাদের নিমন্ত্রণ পত্র। যে ভাবে ওষুধের পাতায় নাম এবং অন্যান্য বিষয় লেখা থাকে, ঠিক সেই ভাবেই পাত্র, পাত্রী, বিয়ের দিনক্ষণ এবং অন্যান্য বিষয় দেওয়া হয়েছে।

এঞ্জিলারাসন এবং বসন্তকুমারী হলেন তামিলনাড়ুর বাসিন্দা। তামিলনাড়ু এবং দক্ষিণ ভারতের বহু বাসিন্দাদের এই বিয়েতে বিভিন্ন চমক দিতে দেখা যায়। বিয়ের আগে তাদের প্রি ওয়েডিং ফটোশুটের ক্ষেত্রেও বিভিন্ন চমক থাকে। তবে এই দুজন এবার চমক দিয়েছেন তাদের নিমন্ত্রণ পত্রে। হবু এই দম্পতি নিমন্ত্রণপত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisements