HDFC Bank Interest Rate: সুদ ৭.৭৫%, স্পেশাল এফডি HDFC ব্যাঙ্কের! বিনিয়োগে হাতে সময় খুব কম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Interest Rate of HDFC Bank of Special FD is 7.75%: অর্থ সঞ্চয়ের পাশাপাশি তার পরিমাণ একটু যদি বাড়ানো যায় তাহলে মন্দ হয় না। সেই উদ্দেশ্যেই আমরা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকি। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে এমন প্রকল্পে বিনিয়োগের প্রবণতা অনেক বেশি। তাই মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের বদলে তারা বেছে নেন ব্যাংক পোস্ট অফিস ইত্যাদিকে। প্রবীণ নাগরিকদের কাছে অর্থ সঞ্চয়ের সবথেকে পছন্দের প্রকল্প হল ফিক্স ডিপোজিট। প্রায় প্রতিটি সংস্থাই প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার (HDFC Bank Interest Rate) সাধারণের তুলনায় বেশি নির্ধারণ করে রাখেন।

Advertisements

এইচডিএফসি ব্যাংকও এই নিয়মের বাইরে নয়। সবথেকে জনপ্রিয় ফিক্স ডিপোজিট প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো এইচডিএফসি ব্যাংকের সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্সড ডিপোজিট (HDFC Bank Interest Rate)। জনপ্রিয়তার কারণে এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। বর্ধিত সময় অনুযায়ী, ২ রা মে ২০২৪ পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা।

Advertisements

সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্স ডিপোজিট প্রকল্পটিতে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে ৭.৭৫ শতাংশ সুদ (HDFC Bank Interest Rate) ধার্য করা হয়েছে। এইচডিএফসি থেকে পরিচালিত অন্যান্য ফিক্স ডিপোজিট এর তুলনায় এই ফিক্স ডিপোজিটটিতে প্রবীণ নাগরিকরা প্রায় ০.৫% সুদ বেশি পাচ্ছেন। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে। সবমিলিয়ে মোট সুদের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৭৫ শতাংশ। এই প্রকল্পটিতে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৫ কোটি টাকা অব্দি।

Advertisements

আরও পড়ুন ? SBI WeCare FD: SBI গ্রাহকদের জন্য সুখবর, এবার আরও ৫ মাস মিলবে এই প্রকল্পে সুবিধা

কোন ব্যক্তি যদি ৫ লাখ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করে, তবে ৫ বছর ১ দিন পর ৭.৭৫ শতাংশ হারে সুদের পরিমাণ হবে ১,৮৪,৩৪৬ টাকা। অর্থাৎ, মেয়াদ সম্পূর্ণ হলে সেই ব্যক্তি সুদ সমেত মোট ৬,৮৪,৩৪৬ টাকা ব্যাংকের কাছ থেকে ফেরত পাবেন। কোন গ্রাহক যদি সর্বোচ্চ ৫ কোটি টাকা অব্দি বিনিয়োগ করেন, তাহলে ৫ বছর পর সুদের পরিমাণ দাঁড়াবে ১৮ লক্ষ ৪৩ হাজার ৪৭১ টাকা। অর্থাৎ, সুদ আসল মিলিয়ে সেই গ্রাহক ফেরত পাবেন ৫ কোটি ১৮ লক্ষ ৪৩ হাজার ৪৩১ টাকা।

বর্ধিত সুদ (HDFC Bank Interest Rate) ছাড়াও এই প্রকল্পে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। ৩ মাস অন্তর বা প্রতিমাসে সুদের টাকা তুলে নিতে পারেন বিনিয়োগকারী। এই প্রকল্পে কোনরকম কর ছাড়ের সুবিধা পাবেন না গ্রাহকরা। ১০ হাজার টাকার উর্ধ্বে যারা সুদ পান তাদের টিডিএস কাটা হবে। তবে মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করে এই অর্থ ফেরত চাইতে পারেন গ্রাহক। প্রবীণ নাগরিকদের জন্য এফডির ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়ে থাকেন প্রায় সমস্ত ব্যাংকই। এই মুহূর্তে সবথেকে বেশি সুদ প্রদান করছে ডিসিবি ব্যাংক। ৮.১% সুদ দেওয়া হয় ২৬ থেকে ৩৭ মাস মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।

Advertisements