সস্তায় নেপাল ভ্রমণের দারুণ সুযোগ, ট্রেন ছাড়বে হাওড়া থেকে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সুযোগ পেলেই বাড়ি থেকে বাইরে ছুটে যান যারা তারা হলেন ভ্রমণপিপাসু। বাঙ্গালীদের মধ্যে আবার এই ভ্রমণের চাহিদা অনেকটাই বেশি। যে কারণেই তাদের আলাদা করেই বলা হয় ভ্রমণপিপাসু বাঙালি। এবার এই ভ্রমণপিপাসু বাঙ্গালীদের জন্য নেপাল ঘোরার সুবর্ণ সুযোগ করে দিল ভারতীয় রেল।

Advertisements

ভারতীয় রেলের অধীনস্থ irctc সংস্থা এই ব্যবস্থা করেছে। ট্রেনে করে এই ভ্রমণ পিপাসুদের নেপাল ঘোরানোর জন্য একটি পর্যটন ট্রেন ছাড়া হবে হাওড়া থেকে। আগামী ২৮ আগস্ট হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়া হবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার পর বিহারের রক্সৌল স্টেশন পর্যন্ত যাওয়া হবে সেই ট্রেনে। তারপর সেখান থেকে পর্যটকদের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে নেপাল।

Advertisements

আইআরসিটিসি’র তরফ থেকে এই যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্যাকেজটি রয়েছে মোট আট দিন এবং সাত রাতের। এই সফর সূচিতে যে সকল জায়গা ঘুরিয়ে দেখানো হবে সেই সকল জায়গাগুলি হল নেপালের চিতওয়ান, পোখারা এবং কাঠামান্ডু। তবে হাওড়া থেকে সফর শুরু করার পর থেকেই রয়েছে রাজকীয় আয়োজন।

Advertisements

Irctc এর তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকদের হাওড়া থেকে রক্সৌল এক্সপ্রেসে বিশেষ চার্টার্ড বগিতে নিয়ে যাওয়া হবে। এসি বিলাসবহুল বগিগুলি হবে থ্রি টিয়ারের। ট্রেনে খাওয়া দাওয়ার জন্য ই-ক্যাটারিং ব্যবস্থা থাকবে। দু’রাত করে পোখারা এবং কাঠমান্ডুতে থাকার পাশাপাশি এক রাতের জন্য পর্যটকদের রাখা হবে চিতওয়ানে। যে গাড়িতে করে সাইট সিইং ঘোরানো হবে তাও সম্পূর্ণ বাতানুকূল।

এই ভ্রমণ প্যাকেজের জন্য যে খরচ ধার্য করা হয়েছে তা হলো মাথাপিছু ২৯ হাজার ১৯৫ টাকা। এই প্যাকেজের মধ্যেই রয়েছে সমস্ত কিছু এবং হোটেল ভাড়া। তবে এই প্যাকেজের ক্ষেত্রে বলা হয়েছে একটি হোটেলে এক ঘরে দুজনকে থাকতে হবে।

Advertisements