নিজস্ব প্রতিবেদন : ভ্রমণ করার ক্ষেত্রে পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় জমান ছুটিছাটা থাকলেই। শীতের মরশুমে ছুটিছাটা থাকলেই মূলত যে কোন জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু এই গরমে ভ্রমণের ক্ষেত্রে পাহাড়ের মত শীতল জায়গা ছাড়া অন্য কোথাও মজা পাওয়া যায় না। পাহাড়ের সৌন্দর্যে যারা মিশে যেতে চান তাদের মধ্যে অনেকেই ভারতের পড়শী রাজ্য নেপাল ভ্রমণের (Nepal Tour) জন্য মুখিয়ে থাকেন।
তবে নেপাল ভ্রমণের জন্য প্রবল ইচ্ছা বা মুখিয়ে থাকলেই তো আর হয় না, এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণে যাওয়ার জন্য সবচেয়ে যা প্রয়োজন হয় তাহল টাকা পয়সা, যোগাযোগ ব্যবস্থা, থাকা খাওয়ার সঠিক বন্দোবস্ত। তবে এবার এই সকল সমস্ত চিন্তা দূর করতে IRCTC নেপাল ভ্রমণের (IRCTC Nepal Tour) দুর্দান্ত প্যাকেজ নিয়ে এলো। যে প্যাকেজের মধ্য দিয়ে পর্যটকদের কম খরচে ঘুরে আসার সুযোগ পাওয়ার পাশাপাশি থাকা-খাওয়া, যাওয়া আসা এসব কোন কিছু নিয়েই চিন্তা করতে হবে না।
সামনেই গরমের ছুটি আর এই গরমের ছুটিকে কাজে লাগিয়ে যারা নেপাল ভ্রমণের প্ল্যান করছেন তারা আইআরসিটিসির এই দুর্দান্ত প্ল্যান বেছে নিতে পারেন। আইআরসিটিসি নেপাল ভ্রমণ শুরু হতে চলেছে আগামী ২৩ মে। পাঁচ রাত ও ছয় দিনের জন্য এই ট্যুর প্ল্যানে পর্যটকদের নিয়ে যাবে আইআরসিটিসি। পর্যটকদের আইআরসিটিসির তরফ থেকে এই ট্যুর প্ল্যানের মধ্য দিয়ে কাঠমান্ডু ও পোখরায় নিয়ে যাওয়া হবে। আইআরসিটিসি এই প্যাকেজের মধ্য দিয়ে নতুন দিল্লি থেকে যাত্রা শুরু করবে।
আইআরসিটিসির তরফ থেকে নেপাল ভ্রমণের জন্য নতুন এই যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্যাকেজ অনুযায়ী পর্যটকদের পশুপতি মন্দির থেকে শুরু করে মনোকামনা মন্দির, গুপ্তেশ্বর মহাদেব মন্দির সহ বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হবে। প্যাকেজের আওতায় যাত্রীদের যাওয়া আসা সমস্ত কিছুর বন্দোবস্ত করবে আইআরসিটিসি। যাত্রীদের বিমানে করে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনার বন্দোবস্ত রয়েছে।
এই প্যাকেজের জন্য মাথাপিছু খরচ হবে ৩৬,৫০০ টাকা। আইআরসিটিসির তরফ থেকে এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে বেস্ট অফ নেপাল। ২৩ মে ছাড়াও একই প্যাকেজে যাত্রীদের আবার নিয়ে যাওয়া হবে ১৫ জুন। প্যাকেজের জন্য মোট ৩৬ টি করে আসন বরাদ্দ করা হয়েছে। এই প্যাকেজের বিষয়ে আরও জানার জন্য আইআরসিটিসির ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট দেখা যেতে পারে এবং সেখান থেকেই প্যাকেজ বুকিং করা যেতে পারে।