IRCTC Tour Packages: ভিসা থেকে থাকা-খাওয়ার চিন্তা দূর! এবার জলের দরে থাইল্যান্ড ঘোরাবে IRCTC

Prosun Kanti Das

Published on:

Advertisements

This time, IRCTC has brought the tour packages of Thailand at a very Cheap: বাঙালি জাতির সঙ্গে ভ্রমণপ্রিয় বিশেষণটি গভীরভাবে জড়িয়ে রয়েছে। হাতে অল্প কিছুদিনের সময় হোক কিংবা বেশি দিনের বাঙালি কখনোই নিজের মনকে ঘরে স্থির করে রাখতে পারেনা। কথায় আছি বাঙালির পায়ের তলায় সরষে। একঘেয়ে জীবন এবং কর্মব্যস্ততা থেকে ছুটি নিতে বাঙালি ভ্রমণকেই বেছে নেয় বরাবর। সুযোগ পেলেই বেড়ানোর জন্য মনটা পাগল হয়ে ওঠে, তাইতো আয়ের একটি বিশেষ অংশ গচ্ছিত করে রাখা হয় ভ্রমণের জন্য। দেশের মধ্যে নানা জায়গায় ঘোরা যায় আসলে তা সাধ্যের মধ্যে হয় কিন্তু বিদেশ যাত্রা কি আদৌ সাধ্যের মধ্যে হয়? সাধ থাকলেও মনের ইচ্ছাকে মনেই চেপে রাখতে হয় বাজেটের কথা ভেবে। কিন্তু এই ইচ্ছাও আপনার পূরণ হতে পারে তাও আবার কম খরচে। আইআরসিটিসি (IRCTC Tour Packages) নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বিদেশভ্রমণ যাত্রা।

Advertisements

মধ্যবিত্ত বাঙালি যাতে কম খরচে বিদেশ ভ্রমণের স্বপ্নটা পূরণ করতে পারে সেই চেষ্টাই করেছে আরসিটিসি (IRCTC Tour Packages)। ৫০ হাজারেরও কম খরচে আপনি ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড থেকে। যদি আপনারও থাকে বিদেশ ভ্রমণের স্বপ্ন তাহলে এই সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না। আসুন এই ভ্রমণ সম্পর্কে বিশদভাবে জেনে নিই আজকের প্রতিবেদন থেকে।

Advertisements

পকেট ফ্রেন্ডলি এই প্যাকেজটি এনে আইআরসিটিসি (IRCTC Tour Packages) মধ্যবিত্তের কাছে যেন স্বর্গ এনে দিয়েছে। মাথাপিছু আপনার পড়বে মাত্র ৪৯ হাজার ৪৫০ টাকা। যদি আপনি এই থাইল্যান্ড প্যাকেজটি নেন তাহলে আপনার ভিসার নিয়ে কোনোরকম সমস্যা হবে না। আসলে ভারতীয়দের জন্য আছে সুবর্ণ সুযোগ তারা পেয়ে যাচ্ছেন ভিসা অন অ্যারাইভালের সুবিধা। এর অর্থ হল এই দেশে যদি আপনি যান তাহলে আপনাকে আগে থেকে ভিসা নিয়ে যেতে হবে না। যখন আপনি থাইল্যান্ডের বিমানবন্দরে পৌঁছবেন, তখনই ভিসার ফি দিতে হবে। ফলে পাসপোর্টে অনুমতি পেয়ে যাবেন।

Advertisements

সস্তার এই ট্যুর প্যাকেজ মানে ভ্রমণপ্রেমীদের হাতে চাঁদ পেয়ে যাওয়ার মত অবস্থা। আইআরসিটিসির এই ট্যুর প্যাকেজ (IRCTC Tour Packages) অর্থাৎ থাইল্যান্ড ট্যুর শুরু হবে হায়দ্রাবাদ থেকে। সবেমাত্র ৩ রাত এবং ৪ দিনের ট্যুর প্যাকেজ চালু করা হয়েছে। IRCTC ওয়েবসাইট যদি আপনি ফলো করেন দেখতে পাবেন কেউ একা গেলে এই প্যাকেজ অনুযায়ী খরচ হবে ৫৭ হাজার ৮২০ টাকা। তবে দু’জন গেলে মাথাপিছু খরচ হবে ৪৯ হাজার ৪৫০ টাকা। আবার দু’জন ভ্রমণ করলে খরচ হবে ৪৯ হাজার ৪৫০ টাকা। পাশাপাশি আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে ট্যুর প্যাকেজ হবে ৪২ হাজার ৪২০ টাকা থেকে ৪৭ হজার ৪৪০ টাকা। থাইল্যান্ড ট্যুর সম্পর্কে যদি আপনি আরো জানতে চান চোখ রাখুন IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট https://irctctourism.com/-এ।

আপনি যদি আইআরসিটিসির এই ট্যুর প্যাকেজটি নেন তাহলে হায়দরাবাদ থেকে ব্যাংকক পর্যন্ত ফ্লাইট ভাড়াও কিন্তু এই প্যাকেজের সঙ্গে অর্ন্তভূক্ত। আপনি পেয়ে যাচ্ছেন ফ্লাইট, হোটেল এবং খাবারের পরিষেবা। বাসে করে ঘুরতে পারবেন থাইল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থান। কিন্তু নিজের খরচটা সামলাতে হবে নিজেকেই।

আরও পড়ুন ? Sandakphu Foothills Travel Spot: থাকা খাওয়ার চিন্তা নেই! ১৫০০ টাকাতেই জিন্দাবাদ, সান্দাকফুর পায়ের তলায় থাকার বড় সুযোগ

প্যাকেজের নাম: Treasures of Thailand Ex- Hyderabad (SHO12)
ডেস্টিনেশন: পাটায়া এবং ব্যাংকক
মাধ্যম: ফ্লাইট
সফরের তারিখ: ২৫ জুলাই ২০২৪

রেলের এই ট্যুর প্যাকেজটি (IRCTC Tour Packages) যদি আপনি নেন তাহলে অবশ্যই লাভবান হবেন। অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ড অনেক বেশি সাশ্রয়ী। তাই মধ্যবিত্ত বাঙালির কাছে সস্তায় বিদেশ ভ্রমণের এত বড় সুযোগ আর আসবেনা। তাই দেরি না করে বুকিং করে ফেলুন IRCTC-এর অফিসিয়াল সাইটে গিয়ে। সেখান থেকে https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SHO12 লিঙ্ক-এ ক্লিক করুন। তারপর আপনি Book Now-এ ক্লিক করে সরাসরি বুকিং পর্ব সেরে ফেলুন।

Advertisements