One India One Ticket: সুযোগ বাড়বে যাত্রীদের, এবার IRCTC আনতে চলেছে ‘এক দেশ, এক টিকিট’

Prosun Kanti Das

Published on:

Advertisements

IRCTC is going to bring One India One Ticket: ভারতীয় রেল হল দেশের অন্যতম এবং বৃহৎ পরিবহন ব্যবস্থা। বর্তমানে মেট্রো কিংবা রেল দুইদিক থেকে বৃদ্ধি পাচ্ছে যাত্রীসংখ্যা। অবশেষে এই ক্রমবর্ধমান যাত্রীসংখ্যার কথা মাথায় রেখে ভারতীয় রেল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। এই খবর প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে গোটা দেশজুড়ে। তবে এই বিশেষ পদক্ষেপ মেট্রো এবং রেলের যাত্রীদের পক্ষে সত্যি লাভজনক হতে চলেছে। “ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিটের” (One India One Ticket) আশ্চর্যজনক সুবিধা খুব শীঘ্রই চালু হতে চলেছে এই দেশে। যাত্রীরা নিজেদের সুবিধার জন্য মেট্রো এবং ট্রেনের টিকিট কেটে রাখতে পারেন কয়েকদিন আগে থেকেই। সফরের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এর ফলে। IRCTC এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) যাত্রীদের জন্য এই সুবিধা শুরু করেছে। আজকের প্রতিবেদনে এটি হচ্ছে আলোচ্য বিষয়।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় রেল এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের যৌথ উদ্যোগে এক অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে সবথেকে বেশি লাভ হবে যাত্রীদের। IRCTC এবং DMRC যৌথভাবে “ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট” (One India One Ticket) চালু করা হয়েছে। মূলত, রেলের মেন লাইন এবং সেখানে সংযুক্ত মেট্রোর মাধ্যমে যাত্রীদের সুবিধাজনক ভ্রমণের জন্য এই সুবিধাটি দিল্লি-এনসিআর এলাকায় শুরু করা হয়েছে।

Advertisements

যাত্রীরা খুব সহজেই “ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট”” (One India One Ticket) -এর মাধ্যমে IRCTC-র দ্বারা আগে থেকেই বুক করতে পারবেন ট্রেনের টিকিট। আবার যাত্রীরা খুব সহজেই IRCTC-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে দিল্লি মেট্রোর টিকিট বুক করতে পারবেন। আপনি যদি এই পদ্ধতির দ্বারা দিল্লির মেট্রো টিকিট কাটেন তাহলে কিউআর কোড সহ এই টোকেনটি বুক করার সাথে সাথে যাত্রীর অনলাইন টিকিটে দৃশ্যমান হবে। যাতে সেটিতে রেকর্ড করা মেট্রো ট্রেনের কিউআর কোড সহ দিল্লি মেট্রোতে ভ্রমণ করা যেতে পারে। এভাবে যদি যাত্রীরা টিকিট কাটেন তাহলে খুব সহজেই ভিড় এড়ানো সম্ভব হবে এবং অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আগে থেকে বুক করা টিকিটে খুব সহজেই আপনি আপনার ভ্রমন করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? BSNL: পথে বসবে অন্যান্যরা, ৭৯৭ টাকার নতুন রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের অফুরান ডেটা দিচ্ছে BSNL

এই বিষয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের বলেছে যে, কিউআর কোড বেসড মেট্রো টিকিটগুলি ১২০ দিন আগে অর্থাৎ প্রায় ৪ মাস আগে থেকে IRCTC ওয়েবসাইট থেকে বুক করা যাবে। এইসব টিকিটগুলো পরবর্তী চার দিনের জন্য বৈধ থাকবে। ধরুন কোন কারনে ট্রেন আসতে লেট করল কিন্তু তবুও এই টিকিটগুলোর সুবিধা যাত্রীরা ভোগ করতে পারবে।

এই বিষয়টি অবশ্যই আগে থেকে জেনে রাখা দরকার যে, যদি আপনি দিল্লির মেট্রোতে সিঙ্গেল জার্নি করেন তাহলে সেই দিনই আপনি টিকিট কাটতে পারবেন তার আগে নয়। এই ধরনের টিকিট একদিনের জন্য বৈধ থাকে। রেলের টিকিটের ক্ষেত্রেও যাত্রীরা যথেষ্ট সুবিধা ভাবে যেমন ১২০ দিন আগেই কেটে নিতে পারবে রেলের টিকিট। টিকিট বাতিল করলেও কোনরকম ঝামেলা পোহাতে হবে না সাধারণ যাত্রীকে।

Advertisements