আন্দামান ঘুরতে যেতে চান, কম খরচে রাজকীয় প্যাকেজ নিয়ে এলো IRCTC

নিজস্ব প্রতিবেদন : বাঙালিরা ঘুরতে ভালবাসেন। যে কারণে বাঙ্গালীদের ভ্রমণপিপাসু হোক বলা হয়ে থাকে। একটু লম্বা ছুটি পেলেই বাঙালিরা ঘুরতে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন। সেই রকমই দেশের প্রতিটি কোণের মানুষদেরও ঘুরে বেড়ানোর শখ রয়েছে। জন্য সুখবর দিল IRCTC।

সম্প্রতি IRCTC-র তরফ থেকে আন্দামান ভ্রমণের জন্য একটি প্যাকেজের ঘোষণা করা হয়েছে। এই সংস্থার তরফ থেকে এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘মেসমেরাইজিং আন্দামান উইথ কোলকাতা।’ এই প্যাকেজের মাধ্যমে কলকাতা, পোর্টব্লেয়ার, হ্যাভলক দ্বীপ, বারাটাং দ্বীপ ঘুরিয়ে দেখানো হবে।

সংস্থার তরফ থেকে এই প্যাকেজের জন্য ৫ রাত ও ৬ দিনের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। দুটি প্যাকেজ ট্যুর ঘোষণা করা হয়েছে। একটি ট্যুর শুরু হবে ২৩ সেপ্টেম্বর এবং অন্য একটি ট্যুর শুরু হবে ৭ ডিসেম্বর। এই ট্যুর শুরু করা হবে লখনৌ এয়ারপোর্ট থেকে। এক একটি ট্যুরে সর্বাধিক ৩০ জন যাত্রী অংশগ্রহণ করতে পারবেন।

২৩ সেপ্টেম্বর যে ট্যুর শুরু হতে চলেছে তার জন্য পর্যটকদের খরচ করতে হবে মাথা পিছু ৬৫,৯০০ টাকা। একসঙ্গে দুজন গেলে মাথাপিছু খরচ করতে হবে ৫৩,৭৮৫ টাকা। একসঙ্গে তিনজনের ক্ষেত্রে এই খরচ আরও কমে দাঁড়াবে মাথাপিছু ৫৩,২৯৫ টাকা। ৫ থেকে ১১ বছর বয়সি বাচ্চাদের ক্ষেত্রে খরচ পড়বে মাথাপিছু ৪৯,৩৩৫ টাকা এবং ৪ বছর বয়সের নীচের বাচ্চাদের ক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে ৪৬,৬২০ টাকা।

৭ ডিসেম্বর থেকে যে ট্যুর শুরু হতে চলেছে তার জন্য পর্যটকদের খরচ করতে হবে মাথা পিছু ৭২,৫৬০ টাকা। একসঙ্গে দুজন গেলে মাথাপিছু খরচ করতে হবে ৫৭,৭৮০ টাকা। একসঙ্গে তিনজনের ক্ষেত্রে এই খরচ আরও কমে দাঁড়াবে মাথাপিছু ৫৬,৪০০ টাকা। ৫ থেকে ১১ বছর বয়সি বাচ্চাদের ক্ষেত্রে খরচ পড়বে মাথাপিছু ৫০,৭০০ টাকা এবং ৪ বছর বয়সের নীচের বাচ্চাদের ক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে ৪৭,৯৬০ টাকা।