নিজস্ব প্রতিবেদন : ১৫০ কোটির দেশে প্রতিদিন কয়েক কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। যে কারণে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ভারতীয় রেলের এই গুরুত্বের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে প্রতিনিয়ত যাত্রী স্বাচ্ছন্দ এবং নিরাপত্তার দিকে জোর দেওয়া হচ্ছে।
সেরকমই ভারতীয় রেলের তরফ থেকে দিওয়ালির আগে জানানো হয়েছে, ট্রেনে বিনামূল্যে মিলবে খাবার ও জলের সুবিধা। এছাড়াও ঠান্ডা পানীয়ের ব্যবস্থাও করা হবে। এর জন্য যাত্রীদের এক টাকাও খরচ করতে হবে না। তবে বিনামূল্যে খাবার এবং জল পাওয়ার ক্ষেত্রে শর্ত রয়েছে রেলের।
Irctc-র তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে এই খাবার তখনই ট্রেনে যাত্রীদের সরবরাহ করা হবে যখন ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলবে। এক্ষেত্রে ট্রেনের যেকোনো যাত্রী এই সুবিধা নিতে পারেন। ভারতীয় রেলের নিয়ম অনুসারে, ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চললে IRCTC-এর ক্যাটারিংয়ের আওতায় যাত্রীদের টিফিন ও হালকা খাবার দেওয়া হয়।
তবে ট্রেন লেট করার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সময়সীমার বাইরে ট্রেন লেট হলে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যায়। দু’ঘণ্টা অথবা তার বেশি কোন এক্সপ্রেস ট্রেন দেরি করলে এই সকল সুবিধা দেওয়া হয়ে থাকে। যে সকল ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা চালু রয়েছে সেই সকল ট্রেনগুলি হল শতাব্দী, রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেস ইত্যাদি।
বিনামূল্যে কি খাবার দেওয়া হবে সেক্ষেত্রে কোন নিয়ম নেই। সেক্ষেত্রে সকালে পাওয়া যেতে পারে চা, বিস্কুট অথবা দেওয়া হতে পারে পাঁউরুটি বা মাখন। দুপুরে রুটি, সবজি দেওয়া হতে পারে।