দালাল ছাড়াই ট্রেনের কনফার্ম টিকিট, এই পদ্ধতিতে সহজেই হবে তৎকাল টিকিট বুকিং

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যাতায়াতের এই নির্ভরতার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ট্রেনের ব্যাপক চাহিদার কারণে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় টিকিট বুকিং নিয়ে। যে কারণে দেখা যায় বহু যাত্রী দালালের হাত ধরে কনফার্ম টিকিট পাওয়ার চেষ্টা করেন।

তবে কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতি মেনে যদি কেউ টিকিট বুকিং করেন তাহলে তার দালালের কাছে যাওয়ার দরকার নেই অথবা দালালের হাতে পায়ে ধরার দরকার নেই। এর জন্য যাত্রীদের নিজেদের ফোনে IRCTC Rail Connect অ্যাপ ইনস্টল করে রাখতে হবে এবং সেখানে একটি অ্যাকাউন্ট করতে হবে।

এখন তৎকাল টিকিট দেওয়ার সময় আসার আগেই যার নামে টিকিট বুকিং করা হবে তার নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে হবে Master List-এ। কারণ দেখা যায় তৎকাল টিকিট বুকিং করার সময় সব কিছু ঠিকঠাক হলেও নাম এবং নথি দিতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। যে কারণে এসব আগে থেকে দিয়ে রাখার পাশাপাশি পেমেন্ট অপশন হিসেবে বেছে নিতে হবে ইউপিআই।

পেমেন্ট অপশন হিসাবে ইউপিআই দেখে নেওয়ার কারণ হলো, অন্য কোন পেমেন্ট অপশন বাছা হলে তা লগইন অথবা কার্ড নম্বর ইত্যাদি দিতে গিয়ে অনেক সময় নষ্ট হতে পারে। সেই সময় নষ্ট না করে দ্রুত যাতে পেমেন্ট করা যায় তার জন্য। তৎকাল টিকিট বুকিং করার সময় সমস্ত কাজ তৎপরতার সঙ্গে করতে হবে। এছাড়াও অনেক আগে থেকে অ্যাপ লগইন করে রাখলে হবে না। তৎকাল দেওয়া শুরু হওয়ার মাত্র দু’মিনিট আগে লগইন করতে হবে যাতে লগ আউট হয়ে না যায়।

AC Tatkal Ticket Booking শুরু হয় শুরু স্টেশন থেকে যেদিন ট্রেন যাত্রার আগের দিন সকাল ১০ টায় এবং সকাল ১১ টায় শুরু হয় Sleeper Class Tatkal Booking। সুতরাং এই সময়টিকে মাথায় রেখে বুকিংয়ের কাজ সেরে নিতে হবে।