IRCTC New Rules: ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল, কনফার্ম হলেই কাটবে টাকা, এসে গেল নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ যেমন ভারতীয় রেল (Indian Railways) পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন, ঠিক সেই রকমই ভারতীয় রেলকে নিয়ে কৌতূহলের শেষ নেই। টিকিট বুকিং থেকে শুরু করে রেলের বিভিন্ন নিয়ম-কানুন এবং রেলের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই সকল কৌতূহল বাড়তে দেখা যায় দেশের মানুষদের মধ্যে।

যে সকল যাত্রীরা প্রতিদিন ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন তাদের একটি নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হয় আর সেই নিয়মটি হল বৈধ টিকিট। বৈধ টিকিট না থাকলে যাত্রীদের জরিমানার মুখোমুখি হওয়ার পাশাপাশি অন্যান্য শাস্তিও ভুগতে হয়। অন্যদিকে টিকিট বুকিংয়ের যে দুটি পদ্ধতি রয়েছে অর্থাৎ অফলাইন এবং অনলাইন, তার মধ্যে অনলাইন টিকিট বুকিংয়ের নিয়মে এলো বড় বদল (IRCTC New Rules)।

দেশের যাত্রীদের অনলাইনে টিকিট দিয়ে থাকে আইআরসিটিসি (IRCTC)। তবে অনলাইনে টিকিট বুকিং করার সময় সেই টিকিট কনফার্ম হোক অথবা ওয়েটিং লিস্ট বা আরএসি, সবেতেই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। এরপর যদি টিকিট কনফার্ম না হয় তাহলে পরবর্তীতে সেই টাকা আবার ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এই টাকা ফিরিয়ে দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে বেশ কিছুটা সময় লেগে যাওয়ার কারণে অনেক সময় যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।

আরও পড়ুন 👉 Andaman Tour By IRCTC: থাকা, খাওয়ার চিন্তা অতীত! এবার জলের দরে আইআরসিটিসি নিয়ে এলো আন্দামান ট্যুর প্যাকেজ

এবার এই ধরনের যাতে সমস্যা বা অসুবিধা না হয় তার জন্য আইআরসিটিসি এমন এক পদ্ধতি নিয়ে এলো যার ফলে আর টিকিট কনফার্ম না হওয়ার আগে টাকা কাটা হবে না। অবশেষে পদ্ধতিতে এবার টিকিট কনফার্ম হলে তবেই টাকা কাটবে আইআরসিটিসি। আইআরসিটিসির নতুন এই পদ্ধতিতে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রীরা উপকৃত হবেন। তবে এই সুবিধা পেতে হলে টিকিটের দাম দেওয়া অর্থাৎ পেমেন্ট করার সময় একটি পদ্ধতি মেনে চলতে হবে।

টিকিটের পেমেন্টের সময় বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন থাকতে দেখা যায়। সেই সকল পেমেন্ট অপশনের মধ্যেই ‘আই-পে পেমেন্ট গেটওয়ে’ নামে একটি অপশন লক্ষ্য করা যাবে। টিকিটের মূল্য মেটানোর সময় ওই অপশনের মাধ্যমে টিকিটের দাম দিতে হবে। এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ‘অটো পে’ পদ্ধতিতে টাকা কাটার ব্যবস্থা রয়েছে। এই অপশন ব্যবহার করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মত মাধ্যম থেকে পেমেন্ট করা যায়। এটি ইনিসিয়াল পাবলিক অফার পদ্ধতিতে কাজ করে থাকে। শুধু তাই নয় এই পদ্ধতিতে টিকিট ক্যানসেল করা হলেও ইনস্ট্যান্ট টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।