500 rupees note: ২০০০ টাকা বাতিল, এরই মাঝে ৫০০ টাকা নিয়ে বড় সিদ্ধান্ত!

Prosun Kanti Das

Published on:

Advertisements

After 2000 rupee notes, RBI has made a big decision with 500 rupees: ভারতীয় রিজার্ভ ব্যাংক একের পর এক বড়রকম সিদ্ধান্ত নিচ্ছে নোট নিয়ে। ২০০০ টাকা বাতিলের পরে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০ টাকার নোট নিয়ে একটি বড় রকম সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, দেশের চারটি বড় প্রিন্টিং প্রেসকে ৫০০ টাকার নোট (500 rupees note) নিয়ে একটি নির্দেশ দিয়েছে আরবিআই। এই বিষয়টি নিয়ে সূত্রের দ্বারা জানা গেছে যে, সমস্ত প্রিন্টিং প্রেসগুলোকে 24X7 ঘন্টা হিসেবে কাজ করে প্রচুর পরিমাণে ৫০০ টাকার নোট প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

কেনো RBI কে হঠাৎ এই সিদ্ধান্ত নিতে হলো? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে যে, বাজার থেকে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। এরফলে বাজারে ঘাটতি দেখা দেবে 3.62 ট্রিলিয়ন বা 36,2000 কোটি টাকা। সেই ঘাটতি মেটানোর জন্যই সমস্ত প্রিন্টিং প্রেসগুলিকে 24X7 ঘন্টা হিসেবে কাজ করতে নির্দেশ দিয়েছে RBI। যাতে যথেষ্ট পরিমাণে ৫০০ টাকার নোট (500 rupees note) বাজারে থাকে।

Advertisements

কিভাবে সাধারণ জনগণ ২০০০ টাকার নোট বদল করবে? এরজন্য আছে দুটি উপায়। একটি সহজতম উপায় হলো ডিপোজিট করা, আরেকটি হলো নোট বদল করা। তবে বেশিরভাগ বড় শহরে মানুষ ২০০০ টাকার নোট ডিপোজিট করার বদলে নতুন নোট নিতে বেশি পছন্দ করেছেন। তার মধ্যে ৫০০ টাকা (500 rupees note) নিয়ে RBI আনলো এই নতুন সিদ্ধান্ত।

Advertisements

মোদী সরকার প্রথমবার ২০১৬ সালে নোট বাতিল করার সিদ্ধান্ত নেয়। সেই সময় গোটা দেশজুড়ে সৃষ্টি হয়েছিল এক বিশৃঙ্খলা। ৫০০ (500 rupees note) এবং ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল ২০১৬ সালে। বহু মানুষ ব্যাংকে টাকা জমা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, এমনকি ATM এর সামনে দেখা যায় লম্বা লাইন। সেই সময় একইরকম সিদ্ধান্ত নিয়েছিল RBI। কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়েছিল কারেন্সি নোট ছাপানোর গতি। সেই সময় RBI নির্দেশ দিয়েছিল চারটি প্রিন্টিং প্রেসে যথেষ্ট পরিমাণ টাকা ছাপানোর জন্য। আবার ২০১৮ সালেও নোটের ঘাটতি দেখা গিয়েছিল বাজারে। তাই প্রিন্টিং প্রেসগুলোকে 24X7 কাজ করতে হয়েছিল। সাধারণত প্রিন্টিং মেশিনগুলো ১৮ থেকে ১৯ ঘন্টা কাজ করে, কিন্তু সেই সময় কাজের সময় ও পরিমান দুটোই বৃদ্ধি পেয়েছিল।

RBI যেসব নোট ছাপায় সেগুলির সবই হয় চারটি প্রিন্টিং প্রেসে। চারটি প্রিন্টিং প্রেস এর মধ্যে দুটি RBI এর অধীনে এবং বাকি দুটি কর্পোরেশনের মাধ্যমে সরাসরি সরকারের অধীনে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ২০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করা হয়েছে আদালতে। কোন গ্রাহক যখন ব্যাংকে ২০০০ টাকার নোট বাতিল করতে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে তাকে কোনরকম প্রমাণপত্র দেখাতে হবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় মামলা করেছিলেন দিল্লি হাইকোর্টে। কিন্তু সোমবার আদালত তার মামলা খারিজ করে দেয়।

Advertisements