নিজস্ব প্রতিবেদন : আম্বানিদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) কত যে ব্যবসার সঙ্গে যুক্ত তা বলে বোঝানো অসম্ভব। দেশের কোনায় কোনায় তাদের বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। তবে ব্যবসায়িক দিক দিয়ে তাদের নাম মানুষের মুখে মুখে আসতে শুরু করে Jio লঞ্চ করার পর। কেননা এই সংস্থা দেশে প্রথম 4G পরিষেবা চালু করার পাশাপাশি সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করার সুযোগ করে দেয় দেশবাসীদের।
তবে এবার জিওর থেকেও আরও এক বড় পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ। আর সেই পদক্ষেপের মধ্য দিয়ে তারা নতুন এক কোম্পানির (Reliance’s New Business) সূচনা করবে বলে জানা যাচ্ছে এবং সেই কোম্পানি সস্তায় এসি থেকে শুরু করে স্মার্ট টিভি, ফ্রিজ ইত্যাদি দেশের মানুষদের সামনে তুলে ধরবে। এমন পদক্ষেপ নিতে চলেছেন মুকেশ কন্যা ইশা আম্বানি।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইশা আম্বানি এবার ওয়াইজার নামে একটি সংস্থা আনতে চলেছে এবং সেই সংস্থাই সস্তায় এসি থেকে শুরু করে স্মার্ট টিভি, ফ্রিজ ইত্যাদি বিক্রি করবে। আর এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ওনিডার যে মূল কোম্পানি তার সঙ্গে কথাবার্তা চলছে। এছাড়াও নিজস্ব প্ল্যান্ট তৈরি করার বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কিছুদিন আগেই ইশা আম্বানির এই ওয়াইজার সংস্থাটি একটি কুলার এনেছিল।
ভারতের বাজারে হোম অ্যাপ্লায়েন্সের বিশাল বাজার রয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। প্রতিদিনই দেশের কোটি কোটি মানুষ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সের জিনিসপত্র বাড়ি নিয়ে আসছেন। ঠিক যেমনটা ভারতের টেলিকম বাজার, ঠিক সেই রকমই হোম অ্যাপ্লায়েন্সের বাজার বলা যেতে পারে। জিও যেমন সঠিক সময়কে কাজে লাগিয়ে দেশে তাদের টেলিকম ব্যবসা শুরু করেছিল এবং আজ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা, ঠিক সেই রকমই ইশা আম্বানি হোম অ্যাপ্লায়েন্সের বাজারে নামার জন্য পরিকল্পনা গ্রহণ করছেন বলে সূত্রের খবর।
এছাড়াও জানা যাচ্ছে, ইশা আম্বানি নতুন যে কোম্পানি তৈরি করতে পারেনি সেই কোম্পানির হাত ধরে ভারতের নাগরিকদের সস্তায় হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন জিনিসপত্র কেনার সুযোগ করে দেওয়া হবে। এখন দেখার বিষয় আগামী দিনে এই সেক্টরে কবে পা রাখে ইশা আম্বানির সংস্থা এবং তারা কতটা কি জায়গা করতে পারে।