ISRO Second Space Port: নতুন কারনামা গড়তে চলেছে ISRO! চিন্তা দূর হবে বেসরকারি সংস্থাদের

Prosun Kanti Das

Published on:

ISRO is developing a new launch pad for private companies: বেসরকারি কোম্পানিগুলির ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (SSLVs) এর জন্য খুব শীঘ্রই তৈরি হতে চলেছে দ্বিতীয় মহাকাশ বন্দর (ISRO Second Space Port)। এই দ্বিতীয় মহাকাশ বন্দরটি তৈরি করবে ইসরো। কোথায় তৈরি হবে এই নতুন লঞ্চ প্যাডটি? তামিলনাড়ু রাজ্যের থুথুকুডি জেলার কুলাসেকারাপট্টিনমে তৈরি হবে এই লঞ্চ প্র্যাকটি এবং এটি তৈরি হতে সময় লাগবে প্রায় দু’বছর।

ডক্টর পবন গোয়েঙ্কা যিনি কিনা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার এর চেয়ারম্যান চলতি মাসের ১০ তারিখে বলেন যে, থুথুকুডি জেলায় তৈরি করা হবে একটি পূর্ণ উৎক্ষেপণ কেন্দ্র (ISRO Second Space Port)। এটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে SSLVs এর উৎক্ষেপণের জন্য। এই কাজের জন্য ইসরোকে হস্তান্তর করা হচ্ছে প্রায় দু হাজার একর জমি।

এই প্রসঙ্গে তিনি আরো বলেন যে, নতুন তৈরি এই উৎক্ষেপণ কেন্দ্রটি (ISRO Second Space Port) শুধুমাত্র বেসরকারি খাতেই ব্যবহার করা হবে। ইসরোর কোনো রকম রকেট এই উৎক্ষেপণ কেন্দ্র থেকে লঞ্চ করা হবে না। এসএসএলভি সম্পূর্ণভাবে বেসরকারি খাতে স্থানান্তরিত হবে। এছাড়াও নির্মাণ করা হবে কুলাসেকারাপট্টিনমের স্পেসপোর্টের কাছে একটি ছোট স্পেস ম্যানুফ্যাকচারিং পার্ক।

বর্তমানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন -এর একটি মহাকাশ স্টেশন অবস্থিত শ্রীহরিকোটায় যা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে রয়েছে। এখানে আপাতত দুটি লঞ্চ প্যাড রয়েছে এবং PSLV এবং LMV3 -এর রকেট উৎক্ষেপণ করা হয় এখানে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে SSLV কি ধরনের লঞ্চ যান? এটি হলো একটি তিনটি পর্যায়ের লঞ্চ যান। SSLV ৫০০ কিমি প্ল্যানার কক্ষপথে প্রায় ৫০০ কেজি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। ISRO -এর মতে, SSLV -এর মূল উদ্দেশ্যই কিন্তু কম খরচে, কম সময়ে, একাধিক উপগ্রহকে নিয়ে যাওয়া এবং ন্যূনতম উৎক্ষেপণের পরিকাঠামোর প্রয়োজনীয়তা। এটিকে উৎক্ষেপণ করা হবে নতুন লঞ্চ প্যাডে (ISRO Second Space Port)।