It is impossible to update this information of the Aadhaar Card even after spending thousands of rupees: আমাদের অস্তিত্ব প্রমাণের জন্য বেশ কিছু কার্ড বা নথিপত্র আমাদেরকে ব্যবহার করতে হয়। ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ডের পাশাপাশি আধার কার্ড (Aadhaar Card Update) বিশেষ গুরুত্বপূর্ণ। এই কার্ডটি যে শুধু আমাদের পরিচয় পত্র হিসেবে কাজ করে তা কিন্তু নয়, এই কার্ড ছাড়া কোন রকম ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট, ভিসা কিছুই তৈরি করা সম্ভব নয়। এমনকি পরীক্ষার ফরম ফিলাপের জন্যও প্রয়োজন হয় এই কার্ডটির। আমাদের জীবনের এত মূল্যবান কার্ডটি সম্পর্কে বেশ কিছু তথ্য এখনও সাধারণ মানুষের অজানা।
আমাদের জীবনের সাথে জড়িত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আধার কার্ডে নথিভুক্ত করাতে হয়। আমাদের জন্ম তারিখ থেকে শুরু বংশপরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি সবকিছুই নথিভুক্ত করানো হয় আধার কার্ডের সাথে। অন্যান্য কার্ডের মতন আধার কার্ডেরও বেশ কিছু তথ্য প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় না, আবার কিছু তথ্য মাত্র একবারই পাল্টানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক আধার কার্ড (Aadhaar Card Update) নথিভুক্তকরণে, কোন তথ্য পরিবর্তনশীল আর কোনটি নয়।
আধার কার্ডে যে নম্বরটি থাকে, অর্থাৎ আপনার আধার নম্বর কক্ষনো পরিবর্তন করা সম্ভব নয়। একবার আপনার নামে যে নম্বরটি প্রকাশ করা হবে সারা জীবন সেই নম্বর আপনার আধার নম্বরই হিসেবে ব্যবহার করা যাবে। আপনি যতবার ইচ্ছা আধার কার্ডের (Aadhaar Card Update) জন্য নতুন ভাবে এপ্লাই করুন কিন্তু প্রথমবারের আধারে যে ১২ অংকের আধার নম্বরটি আপনাকে দেওয়া হবে সারা জীবন ওই একই নাম্বার আপনারদের। আধার কর্তৃপক্ষের তরফ থেকে এই নম্বর থেকে পাল্টানোর অনুমতি দেওয়া হয় না।
আরো পড়ুন: আর থাকবে না আধার বাতিলের আতঙ্ক! এত তারিখ পর্যন্ত ফ্রিতে সেরে ফেলুন এই কাজ
আধার কার্ডে নথিভুক্ত হওয়া এমন কিছু তথ্য রয়েছে যা একবারের বেশি দ্বিতীয়বার বদলানোর (Aadhaar Card Update) সুযোগ দেয় না আঁধার কর্তৃপক্ষ। তথ্যগুলি হল আপনার জন্ম তারিখ এবং লিঙ্গ। যদি প্রথমবার আধার কার্ডে জন্মতারিখ বা লিঙ্গের ক্ষেত্রে কোন রকম ভুল থাকে তাহলে আপনি তা সংশোধন করাতে পারবেন। কিন্তু এই সংশোধন প্রক্রিয়া একবারের জন্যই কার্যকর হবে। দ্বিতীয় বার আর কোন সুযোগ পাবেন না আপনি।
বাকি যাবতীয় তথ্য যেমন আপনার নাম পদবী পিতৃপরিচয় বা অভিভাবকের পরিচয় ঠিকানা ইত্যাদি বিষয়গুলি পরিবর্তনশীল আধার কার্ডে কোনরকম তথ্যের পরিবর্তন (Aadhaar Card Update) করতে চাইলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কাজটি করতে পারেন। এছাড়া অফলাইনেও আধার সংশোধন করার ব্যবস্থা রয়েছে। অনলাইন বা অফলাইন উভয় ক্ষেত্রে বিনামূল্যে আধার সংশোধন করার শেষ তারিখ ১৪ই জুন ২০২৪। এরপর আঁধারের যে কোন ভুল সংশোধনের ক্ষেত্রে ৫০ টাকা অব্দি চার্জ দিতে হতে পারে। মোবাইল নম্বরের সঙ্গে যদি আপনার আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে, অনলাইনে কোন রকম ভুল সংশোধন করা সম্ভব নয়। তাই তাড়াতাড়ি আধার সেন্টারে গিয়ে আধার নম্বর সাথে নিজের মোবাইল নম্বরটি কে লিংক করিয়ে নিন।