Prevent Aadhaar Cancel: আর থাকবে না আধার বাতিলের আতঙ্ক! এত তারিখ পর্যন্ত ফ্রিতে সেরে ফেলুন এই কাজ

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চাঞ্চল্য ছড়িয়েছিল মূলত আধার বাতিলের (Aadhaar Cancel) নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে। কেননা রাজ্যের বেশ কিছু এলাকার বাসিন্দাদের বাড়িতে বাড়িতে UIDAI এর তরফ থেকে চিঠি পাঠিয়ে আধার বাতিলের ঘোষণা করেছিল। যদিও বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা তোড়জোড় শুরু করলে পুরো বিষয়টির মিটে যায়।

তবে এই যাত্রায় রক্ষা পেলেও আবার এই ধরনের ঘটনা পরবর্তীতে হতেও পারে। এমনকি রাজ্যের অনেকেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন। এমন পরিস্থিতিতে আধার বাতিলের মতো আতঙ্ক (Prevent Aadhaar Cancel) দূর হতে পারে একটি কাজ করলে। ইউআইডিএআই এই কাজটি এখন পুরোপুরি ফ্রি অর্থাৎ বিনামূল্যে করে দিচ্ছে। সুতরাং দেরি না করে গুরুত্বপূর্ণ সেই কাজটি করে ফেলতে হবে।

ইউআইডিএআই অনেকদিন আগেই ঘোষণা করেছে, দেশের যে সকল নাগরিকদের আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হয়ে গিয়েছে এবং তারা এখনো পর্যন্ত একবারও আপডেট করান নি তাদের অবিলম্বে আধার কার্ড আপডেট করাতে হবে। ঠিকানা সহ অন্যান্য তথ্য আপডেট করানো দরকার। যদি এমনটা না করা হয় তাহলে আধার বাতিলের সম্ভাবনা থেকে যাচ্ছে। আপাতত এই কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হলেও কিছুদিনের মধ্যেই টাকা দিতে হবে আপডেট করানোর জন্য।

আরও পড়ুন 👉 Aadhaar Deactivation Notice: বাতিল আধার কার্ড, বাড়ি আসছে চিঠি! জানুন এবার কি করবেন

আধার কার্ড আপডেট করানোর ক্ষেত্রে অফলাইন অথবা অনলাইন দুই ভাবেই করা যেতে পারে। অফলাইনে আপডেট করানোর জন্য নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার অথবা আধার কেন্দ্রে যেতে হবে। আর অনলাইনে আপডেট করাতে হলে তা বাড়িতে বসে অথবা নিকটবর্তী কোন কমন সার্ভিস সেন্টারে আপডেট করানো যেতে পারে। তবে অনলাইনে আধারের কোন বিষয় আপডেট করাতে হলে আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক।

সংস্থার তরফ থেকে আপাতত বিনামূল্যে আঁধার আপডেটের কাজ করা হবে ১৪ মার্চ পর্যন্ত বলেই জানানো হয়েছে। এই দিনক্ষণ পেরিয়ে যাওয়ার পর আপডেট করানোর জন্য আলাদা করে খরচ বহন করতে হবে। যেখানে আধার কার্ড ভারতীয় নাগরিকদের কাছে সরকারি ভর্তুকি পাওয়া থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সবচেয়ে বেশি প্রয়োজন সেই জায়গায় যারা এখনো পর্যন্ত আপডেট করা নেই তাদের আপডেট করিয়ে নেওয়া দরকার।