জগন্নাথ ধাম পুরি যাননি এমন মানুষের সংখ্যা নেহাতই হাতে গোনা। বাঙালির কাছে পুরী যাওয়া বর্তমানে জল ভাত হয়ে গিয়েছে। শুরু হতে চালা বন্দে ভারত এক্সপ্রেসের সৌজন্যে বাংলা সঙ্গে পুরীর দূরত্ব আরও কমবে। অন্যদিকে আবার দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। পুরীর আদলে এই মন্দির তৈরি হচ্ছে। যা পর্যটকদের কাছে নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। তবে এবার জগন্নাথ দেব পাড়ি দিচ্ছেন বিদেশেও। কি শুনে চমকে গেলেন তো? আসলে বাস্তবেই হতে চলেছে এমনটা।
বিদেশিনী কাউকে হরিনাম করতে শুনলে অথবা ভারতীয় সংস্কৃতির পোশাক পড়তে দেখলে আমরা গদগদ হয়ে যায়। আসলে ভারতের সংস্কৃতি ধর্ম যে বিদেশীদেরও কতটা কাছে টানে, এটা তার প্রমাণ। তবে এবার ভারতের জগন্নাথ দেব পাড়ি দিতে চলেছেন বিদেশে। থাকবেন একেবারে টেমস নদীর পাড়ে। জগন্নাথ দেবের বাসস্থান তৈরি করা হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে। জানা গিয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এবার শুধু পুরি নয়, বিদেশে গিয়েও দেখা পাবেন পুরী ধামের অধিপতির।
যদিও বিশাল টাকা ব্যয় তৈরি হতে চলা এই জগন্নাথ মন্দিরের পিছনে রয়েছেন এক জগন্নাথ ভক্ত ভারতীয়। তিনি আবার ওড়িশারই বাসিন্দা। স্বাভাবিকভাবেই তার জগন্নাথ প্রীতি যে অন্য রকম হবে, তা বলার অপেক্ষা রাখে না। বিদেশবাসী ওই ভারতীয় শিল্পপতির উদ্যোগে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণের জন্য তিনি আড়াইশো কোটি টাকা দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এই প্রথম ভারতের বাইরে কোথাও হিন্দু মন্দির নির্মাণের জন্য এত টাকা ডোনেশন দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, এই অর্থদান করাতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন শিল্পপতি বিশ্বনাথ পটনায়েক। ওডিশার এই শিল্পপতির উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত ব্রিটেনের জগন্নাথ ভক্তরা। ফিননেস্ট গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বিশ্বনাথ পটনায়েক। নিজের মনোবাঞ্ছার কথা জানিয়ে শিল্পপতি ঘোষণা করেন, লন্ডনের প্রথম জগন্নাথ মন্দির তৈরি করতে তিনি ২৫০ কোটি টাকা ডোনেশন দেবেন। তিনি জানান, ব্রিটেনের মাটিতে ভগবান জগন্নাথের মন্দির তৈরি করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই লন্ডনের শহরতলী এলাকায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের জন্য ১৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। যা ক্রয় করতে ফিননেস্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ৭০ কোটি টাকা ডোনেশনের প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৪ সালের মধ্যে এই জগন্নাথ মন্দিরের প্রথম ধাপের নির্মাণকাজ শেষ করার কথাও জানিয়েছে এই শিল্পপতির সংস্থা।