‘মানুষ সচেতন হয়েছে’, বুঝিয়ে দিল জয়দেব মেলা

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের ঐতিহ্যবাহী যেসকল মেলা রয়েছে তার মধ্যে অন্যতম হলো জয়দেব কেন্দুলি মেলা। মকর সংক্রান্তির আগের দিন থেকেই প্রতিবছর এখানে কাতারে কাতারে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এর পাশাপাশি আউল বাউলদের এই মেলায় তৈরি হয় একের পর এক আখড়া।

করোনাকালে গতবছর এই মেলা বাতিল করা হয়েছিল পরিস্থিতির দিকে নজর রেখে। এই বছরও এই মেলা হবে না এমনটাই জানানো হয়েছিল প্রশাসনের তরফ থেকে। যদিও শেষমেশ মেলার দিন দুয়েক আগে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ছোট করে মেলা হবে। খাবার-দাবার ইত্যাদির দোকান বসবে যাতে পুণ্যার্থীদের কোনোরকম অসুবিধা না হয়।

মন্ত্রীর এই আশ্বাস মত মেলা শুরু হয় শুক্রবার থেকে। মেলায় যাতে কোনরকম অসুবিধার সম্মুখিন না হতে হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা তৈরি করা হয়। সচেতনতা বার্তা দেওয়ার পাশাপাশি বিশাল পুলিশবাহিনী মোতায়েন, ঘাট তৈরি, সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, পর্যাপ্ত আলো, টয়লেট সমস্ত ব্যবস্থা রাখা হয়। কিন্তু ভিড় কোথায়!

অন্যান্য যে বছরই জয়দেব কেন্দুলি মেলা আয়োজিত হয়েছে সেই বছরেই এই মেলা প্রাঙ্গণে এত মানুষের সমাগম লক্ষ্য করা যায় যাতে পা রাখার জায়গা থাকে না। কিন্তু এই বছর ছোট করে মেলা হলেও সে ভাবে মানুষের সমাগম লক্ষ্য করা যায়নি। মন্দিরে পুজো দিতে যেখানে কিলোমিটারের বেশি লাইন পড়ে সেখানে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা গিয়েছে। এসব দেখেই বিশেষজ্ঞরা বলছেন, ‘মানুষ সচেতন হয়েছে’।

এর পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো এখানকার ‘মনের মানুষ’ বাউল আশ্রম, যার খ্যাতি বিশ্ব জুড়ে রয়েছে, তারাও এই বছর আখড়ার আসর বসানোর সিদ্ধান্ত থেকে দূরে থাকে। তাদের তরফ থেকে জানানো হয়, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা এই বছর উৎসব স্থগিত রেখেছি। পরের বছরের দিকে আমরা তাকিয়ে থাকব।’