LIC’s Jeevan Shanti Plan offers a secure future: ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে গেলে সঞ্চয় আবশ্যক। বর্তমানে যা উপার্জন করছেন তা আপনার বর্তমান জীবনের পাশাপাশি ভবিষ্যৎ জীবনকেও সুন্দর করে তুলতে পারে, শুধু প্রয়োজন সঠিক জায়গায় বিনিয়োগ করার। ব্যাংক বা সমগোত্রীয় সংস্থাগুলির তরফ থেকে ইতিমধ্যে অনেক প্রকল্প বাজারে প্রচলিত রয়েছে। যে সমস্ত প্রকল্পে বিনিয়োগ করে আপনি ভালো টাকা রিটার্ন পেতে পারেন। এই ধরনের সংস্থাগুলির মধ্যে এলআইসি (Jeevan Shanti Plan) অন্যতম। বর্তমানে এদিক ওদিক টাকা বিনিয়োগ করার চেয়ে এলআইসি তে টাকা রাখতে অনেক বেশি সুরক্ষিত বোধ করেন সাধারণ মানুষ।
আপনার ভবিষ্যৎ কে সুন্দর করতে এলআইসি নিয়ে এসেছে নতুন একটি প্রকল্প, যার নাম জীবন শান্তি স্কিম (Jeevan Shanti Plan)। এই প্রকল্পে আপনি এককালীন কিছু টাকা বিনিয়োগ করে পেনশন আকারে তা রিটার্ন নিতে পারেন। চাইলে সাথে সাথেই সে পেনশন চালু হতে পারে আবার চাইলে বেশ কিছুদিন পর থেকেও তা চালু হতে পারে। এলআইসির নতুন জীবন শান্তি স্কিম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
লাইফ ইন্সুরেন্স কোম্পানির পক্ষ থেকে নিয়ে আসা নতুন জীবন শান্তি প্রকল্পটিতে (Jeevan Shanti Plan) টাকা বিনিয়োগ করা অনেক বেশি সুরক্ষিত এবং অনেক বেশি টাকা আপনি ফেরত হিসেবে পেতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করার কোন ঊর্ধ্ব সীমা নেই। তাই আপনি যত খুশি অর্থ এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তবে, প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে নিম্ন সীমা ধার্য করা হয়েছে ১,৫০,০০০ টাকা।
আরও পড়ুন ? LIC for Women: মেয়ের বিয়ে নিয়ে চিন্তার দিন শেষ! LIC দিচ্ছে সামান্য বিনিয়োগে ২৭ লক্ষ টাকা রিটার্ন
এলআইসি জীবন শান্তি প্রকল্প (Jeevan Shanti Plan) মূলত একটি সিঙ্গেল প্রিমিয়াম স্কিম অর্থাৎ এই প্রকল্পে আপনাকে মাত্র একবারই বিনিয়োগ করতে হবে। আপনাকে এককালীন কমপক্ষে ১,৫০,০০০ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে। এরপর থেকে এলআইসি নির্দিষ্ট সময় অনুযায়ী প্রকল্পের লভ্যাংশ ফেরত দিতে থাকবে আপনাকে। আপনি চাইলে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক, বা বার্ষিক যেকোনো কিস্তিতে তা নিতে পারেন। এছাড়াও আরও একটি সুযোগ আপনাকে দেওয়া হবে। আপনি চাইলে অর্থ বিনিয়োগ করার সাথে সাথেই এই প্রকল্প থেকে অর্থ রিটার্ন নেওয়া শুরু করতে পারেন। সেক্ষেত্রে প্রকল্পটি কেনার একমাস পর থেকে আপনি টাকা পাওয়া শুরু করবেন। আবার চাইলে প্রকল্পটি কেনার নির্দিষ্ট কিছু সময় পর থেকে অটোমেটিকালি আপনার একাউন্টে টাকা রিটার্ন আসতে শুরু করবে। কতদিন পর থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা নির্বাচন করার স্বাধীনতাও আপনাকে দেওয়া হয়েছে আপনি চাইলে ৫, ১০, ১৫ অথবা ২০ বছর পর থেকে টাকা ফেরত নেওয়া শুরু করতে পারেন।
জীবন শান্তি প্রকল্পে (Jeevan Shanti Plan) বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। আপনি যদি ১৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ২৬ হাজার টাকা অব্দি রিটার্ন পেতে পারেন সংস্থার তরফ থেকে। আর যদি আপনি টাকাটা বাৎসরিক হিসেবে নিতে চান তাহলে এর পরিমাণ দাঁড়াবে ৩,১২,০০০ টাকা। যদি এর মাঝে বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে সে ক্ষেত্রে তার পরিবারের যে সদস্যটি প্রকল্পের নমিনি হিসেবে থাকবে সে এই পেনশনের সুবিধা পেতে পারে।