Jio BP Premium diesel: বছরে বাঁচবে ১ লক্ষ টাকা! মুকেশ আম্বানির Jio BP premium diesel মানেই বড় লাভ

Mukesh Ambani’s Jio BP premium diesel will save Rs 1 lakh per year: বাড়ন্ত ডিজেল কিংবা পেট্রোলের দাম চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সকল মধ্যবিত্তের কপালে। এই দামের প্রভাব পড়েছে পণ্য দ্রব্যের উপরেও। কিন্তু গত মঙ্গলবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ পেট্রোলিয়াম সংস্থা বিপির যৌথ উদ্যোগ জিও বিপি-র প্রিমিয়াম ডিজেল (Jio BP Premium diesel) চালু হয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সাধারণ জনগণ। সরকারি যেকোনো সংখ্যাগুলোর থেকে এই কোম্পানির ডিজেলের দাম হবে তুলনামূলক কম। সেজন্য সাধারণ মানুষ কিছুটা হলেও রেহাই পাবে ডিজেলের বাড়ন্ত দামের হাত থেকে। আসুন এই প্রতিবেদন থেকে জেনে নিই বিস্তারিতভাবে।

নয়া এই ডিজেল সম্পর্কে কি বলেছে জিও বিপি সংস্থা? এই ডিজেল (Jio BP Premium diesel) ব্যবহার করলে গাড়িচালকেরা লাভবান হবেন অবশ্যই। জিও বিপির এই ডিজেল মাইলেজ দেবে খুবই ভালো। ট্রাক চালকেরা যদি এই ডিজেল ব্যবহার করেন তাহলে বছরে তাদের সাশ্রয় হবে প্রায় এক লক্ষ টাকা। সাধারণ ডিজেলের থেকে এই ডিজেল ব্যবহার করলে আপনি বছরে অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। জিও বিপির এই পণ্যটি ডিজেলের মানকে আরো উন্নত করবে এবং সাধারণ মানুষ এর থেকে বাড়তি বেশ কিছু সুবিধা পাবেন।

সংস্থার জয়েন্ট ভেঞ্চার সিইও হরিশ সি মেহতা মন্তব্য পেশ করেছেন যে, দেশের প্রত্যেকটা গ্রাহক সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, জিও-বিপি ট্রাক চালকদের উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। অতিরিক্ত জ্বালানি খরচকে তারা বিশেষ বিষয় হিসেবেই গণ্য করে। সংস্থা এই বিষয়টিকে গভীরভাবে বিবেচনা করে এবং ডিজেল (Jio BP Premium diesel) তৈরির সময় ট্রাকচালকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় যানবাহন, রাস্তা এবং ভারতীয় ড্রাইভিং ইকো-সিস্টেমের ব্যাপারেও চিন্তা ভাবনা করেছে।

আরও পড়ুন 👉 Jio: আম্বানির বড় খেল! এবার এই সংস্থার বিপুল গ্রাহক কেড়ে নিল জিও

গ্রাহকদের জন্য আরো একটি মজাদার বিষয় হল, মুকেশ আম্বানির সংস্থার ডিজেলের (Jio BP Premium diesel) দাম কিন্তু রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির থেকে লিটার প্রতি প্রায় এক টাকা কম হবে। এতে অনেকটাই সাশ্রয় হবে সাধারণ জনগণ থেকে শুরু করে ট্রাক চালকদের। পরিসংখ্যান বিবেচনা করলে জানতে পারবেন যে, বর্তমানে মুকেশ অম্বানির এই ডিজেল নভি মুম্বইয়ে লিটার প্রতি ৯১.৩০ টাকায় পাওয়া যাচ্ছে। আবার রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির পেট্রোল পাম্পগুলিতে পাওয়া সাধারণ ডিজেলের দাম কিন্তু লিটার প্রতি ৯২.২৮ টাকা।

ভাবছেন কেন ব্যবহার করব এই ডিজেল উত্তর পেয়ে যাবেন এই প্রতিবেদনের মধ্যেই। এটি শুধু সস্তাই নয়, এটি ব্যবহার করলে আপনি মাসে মাসে কিছু টাকা বাঁচাতেও পারবেন। কারণ এই ডিজেল ব্যবহার করলে গাড়ি মাইলেজ থেকে অনেকটাই। সংস্থার তরফে আরো জানানো হয়েছে, ট্রাকের মাইলেজ বাড়ানোর জন্য এই প্রিমিয়াম ডিজেল অনেকটাই কার্যকরী। এর ফলে বছরে এক লাখ টাকার বেশি বাঁচানো যাবে।