JioEV Aries: EV গাড়ি চার্জ করার চিন্তা শেষ! দেখতে দেখতে হবে ফুল চার্জ, Jio নিয়ে এলো নতুন চার্জার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio comes with new charger JioEV Aries to charge EV vehicles: জ্বালানি সাশ্রয় কমাতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করছেন? কিন্তু চার্জ দিতে গিয়ে সমস্যায় পড়ছেন? দ্রুত চার্জ উঠছে না? ইলেকট্রিক গাড়ি চার্জিং করা নিয়ে আর চিন্তা নয়। ইভি মালিকদের চিন্তা দূর করতেই এক দারুন চার্জার (JioEV Aries) বাজারে নিয়ে এলো রিলায়েন্স জিও। যা ইভিলিকে যেমন দ্রুত চার্জ করবে তেমনি নিরাপত্তা প্রদান করবে। কি সেই চার্জিং মেশিন? তাতে কি কি বৈশিষ্ট্যই বা পাওয়া যাবেম দাম কেমন রয়েছে? জেনে নেয়া যাক….

Advertisements

রিলায়েন্স জিওর লঞ্চ করা এই ইভি চার্জারের নাম হলো JioEV Aries। যা সমস্ত বৈদ্যুতিক এবং প্লাগ-ইন-হাইব্রিড গাড়ির সাথে টাইপ টু চার্জিং সংযোগ করবে। ইভি গাড়িগুলিতে ব্যবহৃত করার জন্য CE এবং ARAI সার্টিফাইড হয়ে বাজারে এসেছে এই JioEV Aries Wallbox। যার (JioEV Aries) চার্জ করার ক্ষমতা অন্যান্য চার্জারগুলির তুলনায় অনেক বেশি। রাতারাতি ইভি গাড়ি চার্জিং সম্পন্ন করে দেওয়ার জন্য দারুন উপযুক্ত। কি কি বৈশিষ্ট্য রয়েছে?

Advertisements

ই-কমার্স পোর্টালে এই চার্জারের বিবরণ অনুযায়ী জানা গিয়েছে, এই চার্জারটি জল, ধুলো এইসবের প্রতিরোধী। পাশাপাশি কঠিন আবহাওয়াতেও এই ইভি চার্জিং মেশিন দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়াও চার্জিংয়ৃর সময় বৈদ্যুতিক গাড়িগুলিকে ৩৬০ ডিগ্রি সুরক্ষা প্রদান করে। ইভিগুলিকে সুরক্ষিত রাখতে এর মধ্যে যে বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে তা হলো ওভারভোল্টেজ, শর্ট সার্কিট, ওভারকারেন্ট, ওভার টেম্পারেচার, আন্ডারভোল্টেজ, ইন্টিগ্রেটেড চার্জ, RCD, গ্রাউন্ড ফল্ট ইত্যাদি।

Advertisements

আরও পড়ুন ? Tax Devolution: মোদি সরকারের ফিরতেই পকেট ভরল রাজ্যের! বাংলা পেল সাড়ে ১০ হাজার কোটি টাকা

জিও রিলায়েন্সের এই স্মার্ট চার্জার IP55 and IK10 রেটিংসহ নির্মিত। যার চার্জিং করার ক্যাপাসিটি রয়েছে 7.4 kW। ফলস্বরূপ 3.3 কিলোওয়াটের চার্জারের তুলনায় এই চার্জার দ্রুত চার্জ করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, এই স্মার্ট চার্জার বাড়ির যে কোনো জায়গা দেওয়াল, খুঁটি বা স্তম্ভে ইনস্টল করে চার্জ দেওয়া যায়। যার ওজন রয়েছে 3.75 কেজি। পাশাপাশি এই চার্জারের সাথে 4জি, ওয়াইফাই, ল্যান সমস্ত স্মার্ট ফিচার সংযোগেরও বিকল্প রয়েছে।

দাম কেমন? মূলত ই-কমার্স পোর্টাল অ্যামাজনে উপলব্ধ রয়েছে জিওর এই ফাস্ট চার্জিং মেশিন (JioEV Aries)। রহু ক্রেতাই এই মেশিন কিনে ইতিবাচক পর্যালোচনা করেছেন। যার মধ্যে প্রথম রিভিউ আসে ২০২৪-এর এপ্রিল মাসে। জিওর এই ইভি চার্জিং মেশিনের দাম রয়েছে 46,499 টাকা। তবে ব্যাঙ্ক ডিসকাউন্ট সাহায্য নিলে দাম আরো কিছুটা কমতে পারে।

Advertisements