Low Range 5G Jio Smartphone: ফের বড় ধামাকা আম্বানির, এবার জলের দরে Jio আনছে 5G স্মার্টফোন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানি (Mukesh Ambani) আর মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও (Jio), এই নাম দুটিই যথেষ্ট। কেননা এই দুটি নামেই ভারতের টেলিকম বাজারে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। একসময় যেখানে সাধারণ মানুষেরা 3G পরিষেবা নিয়ে দশবার ভাবতেন সেই জায়গায় এখন দেশে 5G পরিষেবার রমরমা বাজার। এমন বৈপ্লবিক পরিবর্তন এসেছে কেবলমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দৌলতে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

দেশবাসীকে সস্তায় 4G এবং 5G পরিষেবা দেওয়ার পাশাপাশি যাতে গ্রাহকদের হাতে হাতে 4G স্মার্টফোন থাকে তার জন্য জিও সংস্থার তরফ থেকে সস্তায় 4G ফোন লঞ্চ করা হয়েছিল। যে সকল ফোনের দৌলতে দেশের বহু গ্রাহকেরা রয়েছেন যারা 4G পরিষেবার স্বাদ পেয়েছিলেন। আর এবার যখন 5G পরিষেবার রমরমা বাজার শুরু হয়েছে তখন ফের আগের মতো সস্তায় 5G স্মার্টফোন (Low Range 5G Jio Smartphone) লঞ্চ করার পথে জিও।

Advertisements

অন্যান্য বারের মতো এবারও জলের দরে জিও 5G স্মার্টফোন লঞ্চ করবে তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এবার তাদের তরফ থেকে যে 5G স্মার্টফোন লঞ্চ করা হতে চলেছে, সেই স্মার্টফোনের যা দাম রাখা হবে বলে জানা যাচ্ছে তাতে, গ্রাহকদের ১০ হাজার টাকার বেশি খরচ করতে হবে না। অর্থাৎ গ্রাহকরা উন্নত প্রযুক্তির এই সকল 5G স্মার্টফোন পেয়ে যাবেন ১০ হাজার টাকার কমেই। যেখানে এখন অন্যান্য 5G স্মার্টফোন কিনতে গেলে আরও অনেক টাকা খরচ করতে হয়।

Advertisements

আরও পড়ুন ? Jio Book Laptop: জলের দরে মুকেশ আম্বানি নিয়ে এলো 4G কম্পিউটার, মিলবে অবিশ্বাস্য সব সুবিধা

সংস্থার তরফ থেকে ১০,০০০ টাকার নিচে যে স্মার্ট ফোন লঞ্চ করা হতে চলেছে সেগুলি হবে কোয়ালকম পাওয়ার্ড। এক সময় দেশের মানুষেরা 2G পরিষেবা ব্যবহার করতে অভ্যস্ত ছিল, হাতেগোনা কিছু মানুষ 3G পরিষেবা ব্যবহার করতেন। তবে এরপরই বিনামূল্যে মুকেশ আম্বানি 4G পরিষেবা দিতে শুরু করলে লাইন দিয়ে ব্যবহারকারীরা মুকেশ আম্বানির কোম্পানিতে নাম লেখাতে শুরু করেন। এখন 5G পরিষেবার ক্ষেত্রেও সস্তায় স্মার্টফোন দেওয়া হলে তারা ফের একবার বাজি মারবেন বলেই আশা করা হচ্ছে।

কোয়ালকমের এক আধিকারিক দাবি করেছেন, সস্তায় এমন 5G স্মার্টফোন এসে যাওয়ার পর এমনও হতে পারে 2G গ্রাহকরাও 5G-তে নিজেদের মুভ করে নিচ্ছেন। অর্থাৎ ঐ আধিকারিকের কথা অনুযায়ী ফের একবার বৈপ্লবিক পরিবর্তন আসার আশা করা হচ্ছে টেলিকম জগতে। যদিও সস্তার নতুন 5G স্মার্টফোনটি কবে লঞ্চ হবে অথবা এতে কি কি ফিচার দেওয়া হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি।

Advertisements