Jio Book Laptop: জলের দরে মুকেশ আম্বানি নিয়ে এলো 4G কম্পিউটার, মিলবে অবিশ্বাস্য সব সুবিধা

Mukesh Ambani launched 4G Jio Book Laptop: গত বছর মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও বাজারে নতুন করে লঞ্চ করেছিল 4G ল্যাপটপ। এই ল্যাপটপের নাম দেওয়া হয়েছিল জিও বুক (Jio Book Laptop)। মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছিল তাদের লঞ্চ করা এই ল্যাপটপটি দেশের প্রথম লার্নিং ল্যাপটপ। বর্তমানে আমাদের দেশে অনেক ছাত্রছাত্রী অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছেন। যে সব ছাত্রছাত্রীরা নতুন ল্যাপটপ ব্যবহার করছেন তাদের পড়াশোনা সংক্রান্ত সুবিধার জন্য এই ল্যাপটপটি অত্যন্ত উপযোগী বলে ঘোষণা করা হয়েছিল সংস্থার তরফ থেকে।

জিও বুক (Jio Book Laptop) নামক এই ল্যাপটপটির মাধ্যমে একাধিক কাজ করা সম্ভব হবে। ডকুমেন্টস তৈরি করা থেকে শুরু করে ইমেল পাঠানো সবটাই সম্ভব হবে এর মাধ্যমে। শুধু তাই নয়, কোম্পানি দাবি করেছে এই ল্যাপটপের মাধ্যমে কোডিং ও শিখতে পারবেন উৎসাহী ব্যবহারকারীরা। এই ল্যাপটপ ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সুবিধাটি হল এতে ওয়াইফাই সংযুক্ত করার প্রয়োজন পড়বে না। কারণ এই ল্যাপটপে আছে জিও 4G কানেকশন।

জিও বুক নামক এই ল্যাপটপ টিতে আছে ১১.ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে আছে। এছাড়া এতে আছে MediaTek Octa Core প্রসেসর। জিও উন্নত মানের এই অপারেটিং সিস্টেমের সাহায্যেই কম্পিউটার পরিচালনা করে থাকে। এটি কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম। জিও সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে এই ল্যাপটপে একবার চার্জ দিলে ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব হবে।

আরও পড়ুন 👉 Jio Brain: AI জগতে মুকেশ আম্বানির বড় এন্ট্রি! Jio লঞ্চ করল Jio Brain, সুবিধা বাড়বে লক্ষ লক্ষ মানুষের

লার্নিং ল্যাপটপ হিসেবে এটি উপযোগী হলেও এর মাধ্যমে আরো বিভিন্ন কাজ করা সম্ভব হবে। যেমন ব্যবহারকারীরা এর মাধ্যমে জিও টিভি ব্যাবহার করতে পারবেন। গেম এর জন্য মিলবে জিও গেমস। বর্তমানে আবার এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে দুটি অফার চলছে। একটি হলো প্রথম ১ বছরের জন্য কুইক হিল অ্যান্টি ভাইরাস সাবস্ক্রিপশন মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। আর দ্বিতীয় অফারটি হল Digiboxx এর তরফ থেকে ১০০ GB ফ্রি ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে।

এই ল্যাপটপে (Jio Book Laptop) থাকবে ৬৪ GB ইন্টার্নাল স্টোরেজ এবং ৪ GB ব়্যাম। বর্তমানে এই ল্যাপটপের মূল্য ১৪৭০১ টাকা। অনলাইনে বিভিন্ন শপিং সাইট যেমন amazon থেকেও এই ল্যাপটপটি কিনে নেওয়া সম্ভব। প্রচলিত ল্যাপটপ গুলির অনেক জটিল ব্যবহার পদ্ধতির সঙ্গে যারা তারাও অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটি।