মাত্র ১৪৯ টাকায় নতুন কানেকশন, নতুন অফার আনলো Jio

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে দিনদিন প্রতিযোগিতা বেড়ে চলেছে। আর একচেটিয়া রাজত্ব করার দিন নেই। মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio এক সময় দেশে সবথেকে সস্তায় ৪জি পরিষেবা দিলেও তাদের এই ৪জি-র বাজার ভাগ বসাচ্ছে দেশের আরও এক জনপ্রিয় টেলিকম সংস্থা Airtel।

Trai-এর রিপোর্ট অনুযায়ী ২০২০ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর টানা এই চার মাস নতুন গ্রাহক বাড়ানোর পরিসংখ্যানে Jio-কে পিছনে ফেলে দিয়েছে Airtel। যার পরেই এবার মুকেশ আম্বানির টেলিকম সংস্থা নতুন কানেকশনের ক্ষেত্রে একেবারে নতুন অফার নিয়ে এলো।

সম্প্রতি Jio নতুন কানেকশন দেওয়ার ক্ষেত্রে মাত্র ১৪৯ টাকায় একটি FRC অর্থাৎ প্রথম রিচার্জ নিয়ে এসেছে। যে কারণে এখন গ্রাহকদের নতুন কানেকশন নেওয়ার জন্য এই ১৪৯ টাকা ছাড়া আর কোনো বাড়তি খরচ করতে হবে না। অর্থাৎ আগে যেখানে নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রে Prime (৯৯ টাকা) বাধ্যতামূলক ছিল তা তুলে নেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। তবে তা কেবল ১৪৯ টাকার জন্য প্রযোজ্য।

১৪৯ টাকার নতুন কানেকশনে কি কি পাওয়া যাচ্ছে?

Jio-র নতুন কানেকশন ১৪৯ টাকায় পাওয়া যাচ্ছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। পাশাপাশি রয়েছে প্রতিদিন ১ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস, আনলিমিটেড Jio Tunes। এই নতুন কানেকশনের ভ্যালিডিটি ২৪ দিন।

জানা গিয়েছে, সংস্থার তরফ থেকে এই অফার দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য। পাশাপাশি সংস্থার তরফ থেকে এটাও জানানো হয়েছে, এই অফার চলাকালীন যে সমস্ত গ্রাহকরা নতুন কানেকশন নেবেন তাদের আর ভবিষ্যতে কোনদিন Prime (৯৯ টাকা) রিচার্জ করতে হবে না।