Airtel Broadband: মাথায় হাত আম্বানির! ইন্টারনেট স্পিডে এয়ারটেলের কাছে অনেক পিছিয়ে পড়ল জিও

Jio lags behind Airtel Broadband in internet speed: বর্তমানে আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা অনেক বেশি ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছি। বিভিন্ন কাজেই আমাদের দরকার হয় ইন্টারনেট পরিষেবা। যদের অধিক মাত্রায় উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা প্রয়োজন হয় তারা এই প্রয়োজন মেটাতে গ্রহণ করেন ব্রডব্যান্ড। বর্তমানে বিভিন্ন কর্মস্থলে ওয়ার্ক ফ্রম হোম এ কাজের জন্য ও ফিক্সড ব্রডব্যান্ডের ইন্টারনেটের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়।

ভারতে যে ব্রডব্যান্ড পরিষেবা গুলি চালু আছে সে নিয়ে বিশ্লেষণধর্মী একটি সমীক্ষা চালিয়ে ওপেন সিগন্যাল জানিয়েছে বর্তমানে এয়ারটেলের এক্সিট্রিম ব্রডব্যান্ড (Airtel Broadband) সার্ভিস এর ডাউনলোডের গতি মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও ফাইবারের চেয়ে অনেক গুণ বেশি। আবার ব্রডব্যান্ড পরিষেবার মানের ক্ষেত্রে ওপেন সিগন্যাল জানিয়েছে স্থানীয় আইএসপি গুলি বর্তমানে অনেক ভালো পরিষেবা দিচ্ছে।

ওপেন সিগন্যালের দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে জিও ফাইবারের গড় ডাউনলোড এর গতি ৩৩.৮ এমবিপিএস। সেখানে এয়ারটেল ব্রডব্যান্ড এর (Airtel Broadband) মাধ্যমে ৪৪.১ এমবিপিএস গতি পাওয়া সম্ভব হচ্ছে। এর আগেও ওপেন সিগন্যাল রিপোর্ট পেশ করে জানিয়েছিল ইন্টারনেটের গতির দিক থেকে জিওর থেকে ৮ এমবিপিএস এগিয়ে ছিল এয়ারটেল। ব্রডব্যান্ড পিক ডাউনলোড স্পিড স্কোরের ক্ষেত্রেও পিছিয়ে আছে আম্বানির সংস্থা। সেক্ষেত্রে জিও ১৫৫.৩ এমবিপিএস গতি দিচ্ছে। আর এয়ারটেল দিচ্ছে ২১৩.৬ এবিপিএস গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন 👉 BSNL: BSNL-এর নতুন পরিকল্পনায় ঘুম উড়ছে Jio, Airtel-এর! ব্যবহার হবে Vi-এর টাওয়ার, মিলবে এই সুবিধা

মার্কেট শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে রিলায়েন্সের মার্কেট শেয়ার ৩৪.০৮ শতাংশ, ভারতী এয়ারটেল এর মার্কেট শেয়ার ২৫.৭৭ শতাংশ, বিএসএনএল এর ১৯.৮২ শতাংশ। বর্তমানে বাজার মূল্য অনুসারে এয়ারটেলের ৪০ এমবিপিএস গতির ব্রডব্যান্ডের দাম মাসিক হারে ৪৯৯ টাকা হয়েছে। অন্যদিকে আবার জিও ফাইবার ৩০এমবিপিএস গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবার জন্য মূল্য নির্ধারণ করেছেন মাসিক হারে ৩৯৯ টাকা।

বর্তমানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এয়ারটেল এক্সট্রিম (Airtel Broadband), রিলায়েন্স জিও ফাইবার, বিএসএলএর ব্রডব্যান্ডই মূলত সচল অবস্থায় রয়েছে। বহু গ্রাহক এই পরিষেবা গুলি গ্রহণ করে নিজেদের ইন্টারনেট চাহিদাকে পূরণ করছেন। তবে জানা যাচ্ছে বড় বড় এই সংস্থা গুলির সঙ্গে স্থানীয় ব্রডব্যান্ড সংস্থা গুলিও বেশ পাল্লা দিচ্ছে। বেঙ্গালুরুতে হ্যাথওয়ে, কলকাতায় আলিয়ান্ত, উইশনেট, আমেদাবাদে জিটিপিএল ইত্যাদি সংস্থা গুলি স্থানীয় বাজারে বর্তমানে ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে বেশ এগিয়ে চলেছে বলেই জানা যাচ্ছে।