Jio New Offer: আর কিনতে হবে না ল্যাপটপ, ডেস্কটপ, ফোন! এবার এসব ভাড়ায় দেবে জিও

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থাটির নাম হল মুকেশ আম্বানির জিও (Jio)। এই টেলিকম সংস্থা প্রতিনিয়ত গ্রাহকদের নতুন নতুন অফার এবং প্রযুক্তি উপহার দিয়ে দেশের কোটি কোটি মানুষের মন জয় করে চলেছে। টেলিকম ব্যবসা ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে জিও যেভাবে গ্রাহকদের মন জয় করে চলেছে তা নতুন করে বলার কিছু নয়। এরই মধ্যে এবার এই সংস্থার তরফ থেকে নতুন একটি অফার (Jio New Offer) আনা হলো।

জিওর তরফ থেকে নতুন যে অফার আনা হয়েছে সেই অফার অনুযায়ী এবার ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, জিও এয়ার ফাইবার ইত্যাদি কিনতে হবে না। এইসব জিনিস এবার সংস্থার তরফ থেকে ভাড়ায় দেওয়া হবে। জিওর তরফ থেকে যেমন বিভিন্ন সময় সাশ্রয়ী পরিষেবা গ্রাহকদের দেওয়া হয়ে থাকে ঠিক সেই রকমই নতুন এই অফারের পরিপ্রেক্ষিতে অনেক খরচ বাঁচবে। নতুন এই অফারের ফলে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ পাওয়া যাবে ব্যবসা-বাণিজ্য করার জন্য।

জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এই Daas পরিষেবা লঞ্চ করেছে। এই পরিষেবা লঞ্চ করা হয়েছে কর্পোরেটদের জন্য। যে পরিষেবার মাধ্যমে ফোন থেকে শুরু করে ল্যাপটপ, ডেস্কটপ, জিও এয়ার ফাইবার ইত্যাদির মতো সরঞ্জাম ভাড়াতে মিলবে। এর ফলে এই সকল জিনিস কেনার জন্য প্রথমেই এক ধাক্কায় কাড়ি কাড়ি টাকা খরচ করতে হবে না। এই নতুন ব্যবস্থার ফলে অনেকেই উপকৃত হবেন।

আরও পড়ুন 👉 Jio: মাত্র তিন মাসে কয়েক হাজার কোটি টাকা রোজগার! মুকেশ আম্বানির কপাল খুলে দিল জিও

তবে যেহেতু এই পরিষেবা কর্পোরেটদের জন্য তাই এই পরিষেবা সাধারণ মানুষেরা পাবেন না। যদি কেউ নতুন কোন সংস্থা খুলতে চাইছেন, যদি কেউ কোন স্টার্টআপ বা ছোট কোম্পানি খুলতে চাইছেন তাদের জন্য অবশ্য এই পরিষেবা আর্থিক আশীর্বাদ হিসাবে হাজির হতে পারে। কেননা সংস্থা খোলার ক্ষেত্রে একসঙ্গে এতসব সরঞ্জাম কেনার জন্য বহু টাকা খরচ করতে হয়। কিন্তু সেই সকল জিনিসই যদি ভাড়ায় পাওয়া যায় তাহলে সেই খরচ কমে যায়।

জিওর তরফ থেকে নতুন এই যে ব্যবস্থা চালু করা হয়েছে এর ফলে যে কোন স্টার্টআপ বা সংস্থা তাদের ব্যবসা শুরু করার প্রথম দিকেই এই সকল সরঞ্জাম ভাড়ায় নিতে পারবেন। যার ফলে প্রথমেই প্রচুর টাকা খরচ করতে হবে না। এমনিতে কোন ছোট কোম্পানি খোলার পর সেখান থেকে লাভ আসতে সময় লাগে। এমন পরিস্থিতিতে জিওর এই পরিষেবা সেই সকল সংস্থার মালিক এবং স্টার্টআপদের কাছে পরিত্রাণ হয়ে দাঁড়াতে পারে যাদের পুঁজি নিয়ে সমস্যা রয়েছে।