IPL-এর আগেই Jio ধামাকা, ৪০ জিবি ডেটা ফ্রি, এসে গেল নতুন রিচার্জ প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে বিশ্বের সবথেকে জমকালো ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। বিশ্বের জমকালো এমন ক্রিকেট লিগ শুরু হওয়ার আগেই আবার ধামাকা দিতে দেখা গেল ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Jio-কে। বর্তমানে অধিকাংশ মানুষ টিভির পরিবর্তে মোবাইলেই খেলা দেখেন। সেই কথা মাথায় রেখেই নতুন তিনটি রিচার্জ প্ল্যান আনা হলো সংস্থার তরফ থেকে।

দেশের বৃহত্তম টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কোনরকম বিঘ্ন ছাড়াই যাতে তাদের গ্রাহকরা নিজেদের স্মার্টফোনে ক্রিকেট খেলা দেখতে পারেন তার জন্য এই তিনটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে। তিনটি রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়ার পাশাপাশি ফ্রি ডেটা ব্যবহার করতে পারবেন।

২১৯ : সংস্থার তরফ থেকে যে তিনটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে তার মধ্যে একটি হলো ২১৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ১৪ দিন। এতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ৩ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং অন্যান্য Jio অ্যাপস সাবস্ক্রিপশন। এর সঙ্গে রয়েছে ২ জিবি ডেটা বিনামূল্যে।

৩৯৯ : দেশের বৃহত্তম টেলিকম সংস্থার তরফ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে যে তিনটি নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করা হয়েছে তার মধ্যে আরেকটি হলো ৩৯৯ টাকা। এতে গ্রাহকরা গ্রাহকরা পাবেন প্রতিদিন ৩ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং অন্যান্য Jio অ্যাপস সাবস্ক্রিপশন। এর সঙ্গে রয়েছে ৬ জিবি ডেটা বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ২৮ দিন।

৯৯৯ : সংস্থার তৃতীয় রিচার্জ প্ল্যানটি ৯৯৯ টাকার। এতে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং অন্যান্য Jio অ্যাপস সাবস্ক্রিপশন। এর সঙ্গে রয়েছে ৪০ জিবি ডেটা বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ৮৪ দিন।