আটকে যাবে গাড়ি চুরি, পুরাতন গাড়ি হবে স্মার্ট! দারুণ এক ডিভাইস আনল Jio

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : Jio নামটির সঙ্গে আমরা সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছি মূলত এই সংস্থা টেলিকম ব্যবসায় আসার পর। তবে এই সংস্থা কেবলমাত্র টেলিকম ব্যবসার মধ্যেই নিজেদের আবদ্ধ রাখেনি, বরং জনপ্রিয় এই ব্র্যান্ডকে ভর করে অন্যান্য বিভিন্ন ব্যবসার দিকে এগিয়ে গিয়েছে। বর্তমানে ভারতে এই ব্র্যান্ড এতটাই পরিচিতি লাভ করেছে যে সবার মুখেই জিওর নাম শোনা যায়।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই সংস্থা এবার গাড়ির জন্য এমন একটি ডিভাইস নিয়ে এলো যার রীতিমতো বাজারে ঝড় তুলে দিয়েছে। ওই ডিভাইস যেভাবে কাজ করছে তাতে তা ঝড় তুলে দেওয়াই স্বাভাবিক। কেননা সামান্য দামের এই ডিভাইস আপনার লাখ লাখ টাকা দামের গাড়ি চুরি আটকে দিতে পারে। এছাড়াও আপনার পুরাতন গাড়িকে এক নিমেষে স্মার্ট বানিয়ে দিতে পারে এই ছোট্ট ডিভাইসটি।

মুকেশ আম্বানির সংস্থা নতুন যে ডিভাইসটি এনেছে তার নাম দেওয়া হয়েছে JioMotive। এই ডিভাইসটির দাম মাত্র ৪৯৯৯ টাকা। যদিও ডিভাইসটির আসল দাম ১১৯৯৯ টাকা, তবে এখন ৫৮% ছাড় দিয়ে মাত্র ৪৯৯৯ টাকায় ডিভাইসটি বিক্রি করা হচ্ছে। এই ডিভাইসে কি কি ফিচার রয়েছে একবার দেখে নেওয়া যাক।

ডিভাইসটি আপনার গাড়ির অবস্থান কোথায় তা নিমেষে বলে দিতে পারে। এক্ষেত্রে যদি আপনার বন্ধু অথবা আত্মীয়-স্বজনরাও গাড়ি নিয়ে যান তাহলেও গাড়ির রিয়েল টাইম লোকেশন বলে দিতে পারবে এই ডিভাইস। এমনকি নিখুঁতভাবে গাড়ির মুভমেন্ট বলে দেওয়ার ক্ষমতাও রয়েছে ডিভাইসটির। ফলে চুরি যাওয়ার মত ঘটনায় অনেক সফলতা আসবে এই ডিভাইসের মাধ্যমে।

আপনার মোবাইলে যে সিম কার্ড রয়েছে এবং তাতে যে ডেটা রয়েছে তার মাধ্যমেই এই ডিভাইস কন্ট্রোল করা যাবে। ফলে আলাদা করে এই ডিভাইসের জন্য কোন সিম কার্ড অথবা ডেটা রিচার্জ করার প্রয়োজন নেই। এর চেয়েও বড় একটি সুবিধা হল, এই ডিভাইসের মাধ্যমে আপনি আপনার গাড়ির জন্য নির্দিষ্ট একটি এলাকা বেছে নিতে পারেন। এক্ষেত্রে যখনই আপনার গাড়ি ওই এলাকা পার করবে তখনই আপনাকে বারবার অ্যালার্ট দেওয়া হবে।

নির্দিষ্ট একটি সময়ের বেশি যদি গাড়ি অন থাকে তাহলেও এই ডিভাইস অ্যালার্ট দেবে। এক্ষেত্রে গাড়ির স্বাস্থ্য ভালো থাকবে এবং অন্যান্য বিভিন্ন দিক দিয়ে গাড়ির মালিক নিশ্চিন্তে থাকতে পারবেন। এছাড়াও গাড়ির স্বাস্থ্য ইত্যাদি নানান বিষয়ে নজরদারি চালাবে এই ডিভাইস। এই ডিভাইস ইনস্টল করার জন্য বাড়তি কোন ঝামেলা নেই। এটি একটি প্লাগ ইন প্লে ডিভাইস।