হাতে হাতে পৌঁছে যাবে ফোন, জলের দরে নতুন ফোন আনল Jio

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এখন একচ্ছত্র রাজ করা টেলিকম সংস্থাটি হলো Jio। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা দিন দিন নিজেদের ব্যবসা বৃদ্ধি করছে নতুন নতুন অফার থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তি প্রদান করে। টেলিকম ব্যবসায় 4G-5G পরিষেবা প্রদানের পাশাপাশি এই টেলিকম সংস্থাটি এখন ফোন থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট বিক্রিতে উঠে পড়ে নেমেছে। বারবার আলোচনায় উঠে আসা এই টেলিকম সংস্থা এবার জলের দরে নিয়ে এলো একটি ফোন।

Jio র তরফ থেকে সস্তায় সম্প্রতি যে ফোনটি লঞ্চ করা হয়েছে তার নাম হলো JioBharat B1। এই ফোনটি আসলে JioBharat V2 এবং K1 Karbonn-এর আপগ্রেড ভার্সন। নতুন এই যে ফোনটি লঞ্চ করা হয়েছে তার সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হল এর ডিসপ্লে। আগে যে সকল ফোন রয়েছে তাদের থেকে এর ডিসপ্লে একটু বড়। অন্য কি কি ফিচার রয়েছে এই ফোনের মধ্যে চলুন দেখে নেওয়া যাক।

প্রথমেই যদি এই ফোনটির দামের দিকে নজর রাখা যায় তাহলে বলা যেতে পারে, মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওর যে সকল দামি দামি রিচার্জ প্ল্যান রয়েছে তার হাফ দামে এই ফোনটি সংস্থার তরফ থেকে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই যে সকল গ্রাহকরা এখনো পর্যন্ত টাকার অভাবে জিও 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন না তারা এই অল্প দামে ফোনটি কিনে জিও নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। কেননা ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ১২৯৯ টাকা।

১২৯৯ টাকার JioBharat B1 ফোনটিতে স্ক্রিন দেওয়া হচ্ছে ২.৪ ইঞ্চির। এর পাশাপাশি এর সঙ্গে দেওয়া হচ্ছে ২০০ mAh এর ব্যাটারি। এত কম দামে কোন সংস্থা এত বড় ডিসপ্লের ফোন দেয় না বললেই চলে। এছাড়াও এই ফোনটি ফিচার ফোন হলেও এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের অ্যাপ। সেক্ষেত্রে বয়স্ক মানুষেরা এই ফিচার ফোন ব্যবহার করে সব ধরনের বিনোদন সহ সুবিধা উপভোগ করতে পারবেন।

JioBharat B1 ফোনটিতে জিওর যে সকল অ্যাপ রয়েছে সেই সকল অধিকাংশ অ্যাপ প্রি ইন্সটল হিসাবে ফোনের মধ্যে রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপও এই ফোনটিতে প্রি ইনস্টল হিসাবে রাখা হয়েছে। তবে এই ফোনটির ক্যামেরা কত মেগাপিক্সেলের তা সম্পর্কে এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে তাদের ওয়েবসাইটে কিছু আপডেট দেয়নি।