এই প্ল্যানটি রিচার্জ করলেই সম্পূর্ণ বিনামূল্যে জিও ফোন

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থার নাম হল জিও। জিও ভারতের বাজারে আসার আগে ইন্টারনেট এবং ফোনকলের খরচ ছিল আকাশছোঁয়া। কিন্তু এই টেলিকম সংস্থার লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই এত সস্তায় পরিষেবা দিতে শুরু করে যে কারণে অন্যান্য টেলিকম সংস্থাগুলি দাম কমাতে বাধ্য হয়।

মোবাইল নেটওয়ার্ক এবং সস্তায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যেমন জিও বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে ঠিক তেমনি ফোনের ক্ষেত্রেও তারা একাধিক অফার নিয়ে গ্রাহকদের সামনে। জিওর জিও ফোনের ক্ষেত্রে রয়েছে এই সকল অফার এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি অফার। ফিচার ফোনের ক্ষেত্রে এই জিও ফোন এক বৈপ্লবিক পরিবর্তন। কারণ এই জিও ফোন 2G, 3G ছেড়ে 4G পরিষেবা দিতে সক্ষম।

এই জিও ফোন এবার সম্পূর্ণ বিনামূল্যে মিলতে পারে। এমনই অফার দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। এই জিও ফোন সম্পূর্ণ বিনামূল্যে পেতে হলে গ্রাহকদের কেবলমাত্র একটি প্ল্যান বেছে নিতে হবে। সেই প্ল্যানটি বেছে নেওয়া হল এই ফোনের যাওয়ার জন্য আলাদা করে কোন টাকা দিতে হবে না।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যদি কোনো গ্রাহক ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেছে নেন তাহলে আর তাকে জিও ফোনটি কেনার জন্য কোনো রকম বাড়তি টাকা দিতে হবে না। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাচ্ছে এই জিও ফোন।

১৪৯৯ টাকা রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন এক বছরের ভ্যালিডিটি। এর পাশাপাশি রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা। এর সঙ্গে আরও ২৪ জিবি ডেটা দেওয়া হচ্ছে। জিও ফোন সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। এতে রয়েছে ২.৪ ইঞ্চির একটি ডিসপ্লে, ছোট এবং হালকা এই ফোনটি। এছাড়াও এই ফোনে এসডি কার্ড ভরা যায়। পাশাপাশি এই ফোনে জিওর সমস্ত অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ইত্যাদি অ্যাপ ইন্সটল করা যায়।