এক রিচার্জে ৯০০ জিবি ইন্টারনেট, Jio গ্রাহকদের সারা বছর টেনশন থেকে মুক্তি

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে যে টেলিকম সংস্থার নাম রয়েছে তা হল Jio। শুধু দেশের বৃহত্তম টেলিকম সংস্থা তা নয়, এর পাশাপাশি অফার থেকে শুরু করে নেটওয়ার্ক কভারেজ সব দিক দিয়েই জিওর জুড়ি মেলা ভার। এর পাশাপাশি প্রযুক্তিগত দিক দিয়েও জিও অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেক এগিয়ে রয়েছে।

ইতিমধ্যেই জিওর তরফ থেকে দেশের সর্বত্র 4G পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনশোর কাছাকাছি শহরে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে। জিওর সঙ্গে প্রতিযোগিতায় Airtel দ্রুত গতিতে কাজ চালালেও এখনো অনেক পিছিয়ে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। কারণ জিও সব ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে রিচার্জ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

এর পাশাপাশি Jio এমন দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যে দুটি রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের সারা বছর রিচার্জ নিয়ে আর টেনশন করতে হবে না। এছাড়াও এই দুটি রিচার্জ প্ল্যানে যে পরিমাণ ডেটা দেওয়া হচ্ছে তাতেও গ্রাহকদের ইন্টারনেট করা নিয়ে কোনরকম চিন্তা করার কারণ নেই।

১) Jio-র অতিরিক্ত ভ্যালিডিটির সবথেকে চমৎকার প্ল্যান হল ২৯৯৯ টাকা। এতে গ্রাহকরা প্রতিদিন ২.৫ GB করে হাই-স্পিড ডেটা পাবেন। রয়েছে এক বছরেরও বেশি ভ্যালিডিটি। ভ্যালিডিটি মিলছে ৩৬৫ দিন + ২৩ দিন অর্থাৎ মোট ৩৮৮ দিন। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে আনলিমিটেড ভয়েস কলিংও অফার করা হয় গ্রাহকদের। এই প্ল্যানে মোট ৯১২.৫ GB ডেটা পেয়ে যান ব্যবহারকারীরা। এছাড়াও রয়েছে JioTV, JioCinema, JioSecurity, JioCloud-সহ সব Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে।

২) Jio-র অতিরিক্ত ভ্যালিডিটির সবথেকে চমৎকার প্ল্যান হল ২৮৭৯ টাকা। এতে গ্রাহকরা প্রতিদিন ২ GB করে হাই-স্পিড ডেটা পাবেন। রয়েছে এক বছরেরও বেশি ভ্যালিডিটি। ভ্যালিডিটি মিলছে ৩৬৫ দিন। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে আনলিমিটেড ভয়েস কলিংও অফার করা হয় গ্রাহকদের। এই প্ল্যানে মোট ৭৩০ GB ডেটা পেয়ে যান ব্যবহারকারীরা। এছাড়াও রয়েছে JioTV, JioCinema, JioSecurity, JioCloud-সহ সব Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে।