ফ্রি-র দিন শেষ! Jio-র নয়া পরিকল্পনা, আর কত দিন বিনামূল্যে JioCinema!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio অনেক মুশকিল আসান করে দিয়েছে। মোবাইল ব্যবহারকারীদের তারাই প্রথম অল্প খরচে আনলিমিটেড কল এবং ডেটা দেওয়ার বন্দোবস্ত করেছে। আর এখন দেশের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল-ও বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে তারা। এর আগে Hotstar ওটিটি প্লাটফর্মে খেলা দেখা গেলেও তার জন্য সাবস্ক্রিপশন কিনতে হত।

Advertisements

জিও দেশের মানুষদের বিনামূল্যে যাতে খেলা দেখার সুযোগ করে দিয়েছে মূলত তাদের JioCinema অ্যাপের মাধ্যমে। জিও কানেকশন থাক বা না থাক, এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যেই আইপিএল খেলা, সিনেমা, টিভি সহ বিভিন্ন অনুষ্ঠান দেখা যায়। তবে এবার এই সকল ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসছে বলেই জানা যাচ্ছে।

Advertisements

মূলত জিও মালিকানাধীন JioCinema অ্যাপের ক্ষেত্রে এবার অনুষ্ঠান দেখার জন্য আলাদা করে চার্জ দিতে হবে বলে পরিকল্পনা চলছে। তবে সাবস্ক্রিপশন বসানোর যেমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে ঠিক সেই রকমই সংস্থা তাদের পরিধি বৃদ্ধি করার পরিকল্পনাও গ্রহণ করছে। যেখানে আরও বৃদ্ধি পাবে সিনেমা, টিভি সিরিজ ইত্যাদি। কনটেন্ট বৃদ্ধি করার ক্ষেত্রে তারা নেটফ্লিক্স এবং ওয়াল্ট ডিজনির মতো বড় প্রতিষ্ঠানগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে।

Advertisements

রিলায়েন্স মিডিয়ার সভাপতি জ্যোতি দেশপান্ডে এক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, JioCinema-র সম্প্রসারণের জন্য চার্জ করা গুরুত্বপূর্ণ। যদিও পরিষেবার জন্য ঠিক কত টাকা নেওয়া হবে তা সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ২৮ মে আইপিএল শেষ হওয়ার আগে পর্যন্ত প্রচুর পরিমাণে অনুষ্ঠান সংযোজন করা হবে। দর্শকরা তার আগে পর্যন্ত বিনামূল্যে ম্যাচ দেখতে পাবেন।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতের বাজার হল মূল্য সচেতন। যেখানে রয়েছে আঞ্চলিক বেশ কিছু ওটিটি প্লাটফর্মও। এই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে দাম এবং কনটেন্ট উভয় দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও জিও সিনেমার তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, জিও সিনেমা অ্যাপে দেশের প্রতিটি টেলিকম সংস্থার গ্রাহকরা বিনামূল্যেই আইপিএল সম্প্রচার দেখতে পাবেন। এই টুইটের ফলে মনে করা হচ্ছে, আইপিএল বিনামূল্যে সম্প্রচার করা হলেও টিভি সিরিজ, সিনেমা ইত্যাদির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হতে পারে।

Advertisements