Central Industrial Security Force: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ CISF-এ, জানুন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Central Industrial Security Force: এমন বহু মানুষ আছেন যারা সরকারি চাকরির স্বপ্ন দেখেন। সরকারি চাকরি পাওয়ার আশায় তারা দিনরাত পরিশ্রম করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই স্বপ্ন অধরাই থেকে যায় । বর্তমানে চাকরির পরিস্থিতি খুবই শোচনীয়। দীর্ঘ অপেক্ষার পরও যোগ্য চাকরি পায় না বহু ছেলেমেয়ে। যারা উপযুক্ত চাকরির খোঁজ করছেন তারা এই প্রতিবেদনটি অবশ্যই পড়বেন। এখানে উল্লেখ করা আছে এমন একটি চাকরি যা বদলে দেবে আপনার ভাগ্য।

Advertisements

ভারতের সিকিউরিটি ফোর্সে (Central Industrial Security Force) চাকরির স্বপ্ন দেখেন? নিজেকে কি সেভাবেই প্রস্তুত করেছেন দীর্ঘদিন ধরে? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য একেবারে উপযুক্ত এবং রয়েছে দুর্দান্ত সুখবর। ১১২৪ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি জানতে চান কোন কোন পদে নিয়োগ হবে? আবেদন শুরু কবে? আবেদনের শেষ তারিখ কবে? সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন এখানেই।

Advertisements
মোট শূন্যপদের সংখ্যা

১১২৪টি

Advertisements
কোন কোন পদে কতজন নিয়োগ করা হবে?
  1. কনস্টেবল বা ড্রাইভার- ৮৪৫
  2. কনস্টেবল বা ড্রাইভার-কাম-পাম্প অপারেটর- ২৭৯
শিক্ষাগত যোগ্যতা

কনস্টেবল বা ড্রাইভার-মাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

কনস্টেবল বা ড্রাইভার-কাম-পাম্প অপারেটর- মাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট গাড়ির জন্য থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্কে নিয়োগ, ৮৫টি পদের জন্য অনলাইনে আবেদন করুন

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে।

কিভাবে আবেদন করবেন এই পদের জন্য?

অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে। সাধারণ প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি ও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না।

কোন পদ্ধতিতে হবে এই পরীক্ষা?

মোট চারভাগে হবে পরীক্ষা। হাইট বার টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ট্রেড টেস্ট।

কবে থেকে নেওয়া হবে আবেদন?

৩রা ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন অনলাইনে।

আবেদন করার শেষ তারিখ

৪ঠা মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। দেরি না করে কাজে লাগিয়ে ফেলুন এই দুর্দান্ত সুযোগ।

যদি বিস্তারিত আরো জানতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখুন।

Advertisements