কে করবে আগে টেলিকাস্ট! লোকসভার ঘটনায় ধোঁয়ার ক্যানিস্টার ধরতে রিপোর্টারদের মধ্যে টানাটানি

নিজস্ব প্রতিবেদন : সবার আগে ধরাতে হবে খবর, সবার আগে করতে হবে টেলিকাস্ট। সংবাদ জগতে এই প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিন ধরেই চলে আসছে। আর এই প্রতিযোগিতায় যারা টিকে থাকেন তারাই এখন প্রথম সারির সংবাদ মাধ্যম হয়ে উঠেছে। ঠিক এই প্রতিযোগিতায় বুধবার লোকসভায় (Parlament) যে ঘটনা দেখা গেল তাতে রীতিমতো হাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই দেখা যাচ্ছে, শুধু সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি হাসির রোল ফেলেছে তা নয়, সাংবাদিকদের মধ্যেও মুচকি হাসি লক্ষ্য করা গিয়েছে। ঠিক কি ঘটেছে চলুন দেখে নেওয়া যাক।

বুধবার সংসদ হামলার ২২ বছর পর ফের একই ধরনের ঘটনায় সংবাদ শিরোনামে আসে সংসদ। পার্লামেন্টের ভিতর এবং বাইরে রঙিন গ্যাস ছোঁড়া হয়েছিল এদিন বিক্ষোভকারীদের তরফ থেকে। দুজন অজ্ঞাত পরিচয় যুবক সংসদ ভবনে ঢুকে পড়েন এবং তারা এই কান্ড ঘটান। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সংসদে। ভীত সন্ত্রস্ত হয়ে সাংসদরা সংসদ ভবন ছেড়ে বের হন। পরে ওই ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা।

ওই চার জন গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর সাংবাদিকদের হাতে আসে মাটিতে পড়ে থাকা একটি ধোঁয়ার ক্যানিস্টার। ওই ক্যানিস্টার হাতে আসার পরই সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে আগে ওই ক্যানিস্টার হাতে ধরে লাইভ টেলিকাস্ট করবেন। প্রথমেই ওই ক্যানিস্টার হাতে নিয়ে এক সাংবাদিক সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইভ টেলিকাস্ট করতে শুরু করেন। কিছুক্ষণ দেখানোর পরই অন্যান্য সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক ছিলেন তারা ওই ক্যানিস্টার হাতে নিয়ে লাইভ টেলিকাস্ট করার জন্য মুখিয়ে ওঠেন এবং ধৈর্য রাখতে পারেন না।

আরও পড়ুন 👉 পার্লামেন্ট থেকে বহিষ্কার! ‘তোদের’ চিতায় তুলতে এবার বড় পদক্ষেপ মহুয়ার

কিছুক্ষণ পরপরই বাকি সাংবাদিকদের তরফ থেকে লাইভ টেলিকাস্টে থাকা সাংবাদিকের কাছে গিয়ে ওই ক্যানিস্টার নেওয়ার চেষ্টা করেন। তবে যিনি লাইভ টেলিকাস্টে দাঁড়িয়ে ছিলেন তিনি তা কোনভাবেই দেবেন না এমনই জেদ নিয়ে বসেন। কেননা তখনও তার চ্যানেল তাকে ছাড়েনি, আবার বাকি যে সকল টিভি চ্যানেল ছিল তাদের সাংবাদিকরাও বারবার ওই ক্যানিস্টার হাতে নিয়ে লাইভ টেলিকাস্টে আসার জন্য ব্যস্ততা শুরু হয়।

এই নিয়েই সাংবাদিকদের মধ্যে রীতিমতো টানাটানি চলতে দেখা যায়। এমনকি কয়েক জন সাংবাদিক সেই সময়ই বলে ওঠেন, ‘অনেক দেখিয়েছেন এবার ছাড়ুন’। আবার যিনি লাইভ টেলিকাস্টে অংশগ্রহণ করেছিলেন তিনি অন্যান্য সাংবাদিকদের কাছে আর একটু সময় চেয়ে নিচ্ছিলেন। তাকে বলতে শোনা যাচ্ছিল, ‘আর ৩০ সেকেন্ড দিন’। দেখা যায় এই ভাবেই লাইভ টেলিকাস্টে অংশগ্রহণ করা ওই সাংবাদিক এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছেন আর অন্যান্য সাংবাদিকরাও তার আগেপিছে ছোটাছুটি করছেন। এই ঘটনার ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তারপর থেকেই রীতিমতো হাসির রোল পড়ে যায়।