ট্রেনের ভরসার দিন শেষ! এবার হাওড়া থেকে সরাসরি দীঘা বাস চালাবে SBSTC, দেখুন টাইমটেবিল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীঘা (Digha) এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিনই দূর দূরান্তের পর্যটকদের ভিড় জমাতে দেখা যায়। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতের জনপ্রিয়তা এখন আরও দিন দিন বাড়ছে প্রশাসনিক উদ্যোগে। দীঘায় সমুদ্রের স্নানই ছিল একসময় পর্যটকদের মূল আকর্ষণ। তবে ইদানিংকালে প্রশাসনিক উদ্যোগে এই দীঘার আকর্ষণ বাড়াতে আরও একগুচ্ছ উপহার দেওয়া হয়েছে এবং হচ্ছে।

Advertisements

দীঘা যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ পর্যটকদেরই ট্রেনের উপর ভরসা করতে দেখা যায়। কেননা ট্রেন ছাড়া সরাসরি বাস একসময় ছিল না বললেই চলে। বর্তমানে ট্রেনের ভরসা কমিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে সরাসরি দীঘা পৌঁছানোর জন্য বাস চালানো হচ্ছে। ঠিক সেই রকমই এবার হাওড়ার জয়পুর থেকে সরাসরি দীঘা পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস প্রতিদিন জয়পুর থেকে দীঘা এবং দীঘা থেকে জয়পুর পর্যন্ত যাতায়াত করবে।

Advertisements

কোন রুটে এই বাস যাতায়াত করবে? হাওড়া আমতা দু’নম্বর ব্লকের অন্তর্গত জয়পুর থেকে শুক্রবার এই বাস পরিষেবার সূচনা হয়। বাসটি জয়পুর থেকে ছেড়ে বেরোনোর পর বেতাই, নারিট, খাজুট্টী হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরবে এবং তারপর বাগনান হয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া পূরণ হল। কেননা এই এলাকা থেকে দীঘা যাওয়ার ক্ষেত্রে আগে এমন পরিষেবা ছিল না।

Advertisements

আরও পড়ুন ? গুচ্ছেক টাকা খরচ করার দিন শেষ! এবার দিঘায় সস্তায় বাস পরিষেবা আনছে SBSTC

কখন ছাড়বে এই বাস? দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৬:৩০ মিনিটে জয়পুর বিডিও অফিসের সামনে থেকে বাসটি দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। এরপর মাঝে কিছু জায়গায় স্টপেজ দিয়ে পৌঁছে যাবে দিঘা। অন্যদিকে বাসটি ফেরার পথে দীঘা থেকে বিকেল ৪:১০ মিনিটে হাওড়ার জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে। আপাতত একটি বাস যাতায়াত করবে। পরবর্তীতে চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানা গিয়েছে।

হাওড়া থেকে দীঘা যাওয়ার ক্ষেত্রে এর আগে থেকেও একটি বাস চালানো হয়ে আসছে। আনুমানিক ৬ বছর আগে হাওড়ার জগৎবল্লভপুর থেকে সরাসরি দীঘা যাওয়ার একটি বাস চালানো হয়ে আসছে। যে বাসটি সকাল ৭:১৫ মিনিটে দিঘার উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুর ১২ টা নাগাদ দীঘা পৌঁছে যায়। দীঘার জগৎবল্লভপুরের পর এবার জয়পুর এমন একটি বাস পাওয়ার ফলে ২ জেলার ক্ষেত্রেই পর্যটক থেকে সাধারণ বাসিন্দারা অনেক উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

Advertisements