গুচ্ছেক টাকা খরচ করার দিন শেষ! এবার দিঘায় সস্তায় বাস পরিষেবা আনছে SBSTC

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দীঘা (Digha)। এই পর্যটন কেন্দ্রের প্রতিদিনই রাজ্য, দেশ এবং বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। দীঘার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকরা সমুদ্রে স্নান করে আনন্দ উপভোগ করার পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতেও যান। তবে দীঘায় যে সকল ঘোরার জায়গা রয়েছে সেই সকল ঘোরার জায়গায় ঘুরতে প্রাইভেট গাড়ি করার জন্য প্রচুর টাকা খরচ করতে হয়। এবার এই প্রচুর টাকা খরচের দিন শেষ করতে চলেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে পর্যটকরা ঝাঁ চকচকে বাতানুকূল বাসের নরম সিটে বসে বিভিন্ন জায়গা ঘোরার সুযোগ পাবেন। এর জন্য যে অঢেল টাকা খরচ করতে হবে, তাও নয়। একেবারেই ন্যূনতম খরচে দীঘার পাশাপাশি তাজপুর, মন্দারমনি সহ বিভিন্ন সমুদ্র সৈকত ঘুরে আসা যাবে। এছাড়াও ঘুরে আসা যাবে দীঘায় থাকা বিভিন্ন দর্শনীয় স্থান।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে আগামী ডিসেম্বর মাসেই এমন বাস পরিষেবা চালু করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। তাদের তরফ থেকে ব্যাটারি চালিত বাতানুকূল মিনিবাস চালু করা হবে। এই সকল বাস দীঘার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ ধরে ছুটে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। লাক্সারি এই সকল বাতানুকূল বাসে চড়ে এবার দীঘায় ঘোরার আনন্দ কয়েকগুণ বেড়ে যাবে তাও আবার কম খরচে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা যাচ্ছে, তাদের তরফ থেকে এইরকম পাঁচটি বাস এখন দীঘায় নামানোর পরিকল্পনা করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ ডিসেম্বর থেকেই এই সকল বাস পরিষেবা দেওয়া শুরু করে দেবে। বাসগুলি ঘন্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। এছাড়াও পরিষেবা এবং স্বাচ্ছন্দ নিয়ে কোন প্রশ্ন থাকবে না বলেও দাবি করা হচ্ছে।

যেখানে দীঘার বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য সামান্য ভটভটি বা টোটো ভাড়া করলে ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করতে হয়, সেই জায়গায় এই বাসগুলি কিলোমিটারের পর কিলোমিটার পর্যটকদের ঘুরিয়ে দেখাবে মাত্র ১০০ টাকায়। অর্থাৎ এই সকল বাসে ঘুরে বেড়ানোর জন্য মাথাপিছু সর্বোচ্চ খরচ হবে ১০০ টাকা। তবে দীঘায় এই ধরনের বাস পরিষেবা এই প্রথম নয়, এর আগেও এমন বাস পরিষেবা চালু হয়েছিল, কিন্তু রাস্তা সহ বিভিন্ন সমস্যার কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল। পুনরায় উদ্যোগ নিয়ে এই বাস পরিষেবা চালু করা হচ্ছে।