জঙ্গল সাফারিতে পর্যটকদের সামনে জঙ্গলি হাতি, রক্ষা পেতে গণেশ মন্ত্র যপ

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় ছুটিছাটা থাকলেই দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে ঘুরতে বেড়াতে দেখা যায় প্রায় প্রতিটি পরিবারকেই। অনেকেই ছুটে যান পাহাড়, আবার অনেকে সমুদ্র, আবার অনেকে জঙ্গল সাফারিতে (Jungle Safari)। কিন্তু জঙ্গল সাফারিতে যদি গাড়ির সামনে এসে হাজির হয় গজরাজ (Elephant) তাহলে পরিস্থিতি কেমন হতে পারে!

জঙ্গল সাফারিতে গিয়ে আনন্দ উপভোগ করা গেলেও সব সময় অন্ততপক্ষে দুটি জিনিস মাথায় রাখতে হয়। দুটি জিনিসের মধ্যে প্রথমটি হল যেন কোনভাবেই বন্যপ্রাণীদের কোনরকম ক্ষতি না হয়, আর দ্বিতীয়টি হল নিজেদের সুরক্ষিত রাখা। তবে জঙ্গল সাফারির ক্ষেত্রে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে তা দেখে সবাই থমকে দাঁড়াচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গাড়িতে বেশ কয়েকজন বসে জঙ্গল সাফারির রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করছেন। তারা একই পরিবারের অথবা বন্ধু-বান্ধবও হতে পারেন। তবে প্রত্যেকেই বয়স্ক। এরপর যে পরিস্থিতি তৈরি হয় তা না দেখলে রীতিমতো মিস করতে হবে।

দেখা যায় জঙ্গল সাফারিতে বের হওয়া ওই পর্যটকদের গাড়ি যখন রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক সেই সময় সামনে একটি জংলি হাতি এসে হাজির। প্রথমদিকে হাতিটিকে কোনভাবে পার করে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান গাড়ি চালক। কিন্তু হাতিটি উল্টে গাড়িটির দিকে এগিয়ে আসতে শুরু করে। হাতিটি একেবারে যখন গাড়ির কাছাকাছি চলে আসে সেই সময় গাড়ির মধ্যে থাকা বেশ কয়েকজনকে রীতিমতো মন্ত্র পাঠ করতে দেখা যায়।

মন্ত্র পাঠের পাশাপাশি গাড়ির চালক ধীরে ধীরে গাড়িটিকে পিছিয়ে নিয়ে যেতে শুরু করেন। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর শেষমেষ ওই হাতিটি পর্যটকদের গাড়িটিকে ছেড়ে দেয়। এই মুহূর্তগুলি গাড়ির ভিতর থেকেই ক্যামেরাবন্দি করা হয়। তবে এই ঘটনায় বেশ কয়েকজন পর্যটক রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিলেন।