Bhuban Badyakar’s New Song: বউ ভুলে যুবতী! পালিয়ে গলায় মালা, নতুন মেজাজে বাদাম কাকু ভুবন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই ফের একবার চর্চায় এসে গেলেন বীরভূমের বাদাম কাকু ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এবারও সেই বাদাম হাতে ভাইরাল হয়েছেন, তবে বাদাম হাতে ভাইরাল হওয়ার পাশাপাশি ভাইরাল হয়েছেন হাতে ফুলের মালা আর এক যুবতীর কারণে। নতুন বছর শুরু হওয়ার আগেই এমন নতুন মেজাজে দেখা যায় ভুবনকে। যা নিয়ে এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন শোরগোল পড়ে যাওয়ার পিছনে বড় কারণ হলো বউ ভুলে এক যুবতীর আবির্ভাব।

Advertisements

এই ভুবন বাদ্যকর একসময় বাদাম ফেরি করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। তার লেখা, সুর দেওয়া এবং নিজের গলায় গাওয়া কাঁচা বাদাম (Kacha Badam) গান পরে ভাইরাল হলে জীবনে আসে নতুন মোড়। বিভিন্ন জায়গায় গান গেয়ে অর্থ উপার্জন করতে শুরু করেন। সেই টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আসেন বীরভূমের বাদাম কাকু। আবার তিনি যেখানেই যান সেখানেই তার সঙ্গী হিসেবে দেখা যায় তার অর্ধাঙ্গিনীকে। কিন্তু এবার নতুন যে রূপে বাদাম কাকুকে দেখা যাচ্ছে তাতে তিনি বুঝেছেন এক যুবতীতে!

Advertisements

এত দূর পর্যন্ত পড়ার পর অনেকেই হয়তো বিষয়টি নিয়ে কেমন কেমন ভাবছেন। তবে আপনারা যা ভাবছেন তা কিন্তু নয়। আসলে ২০২৩ সাল শেষ হওয়ার আগে ভুবন বাদ্যকরের নতুন একটি গান রিলিজ হয়েছে। যে গানটির নাম হল ‘কলেজে পড়তে গিয়ে পড়লাম প্রেমে’। সেই গানই ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের নেশায় মজতে দেখা গিয়েছে অল্পবয়সী এক সুন্দরীকে। ওই অল্পবয়সী সুন্দরী প্রেমে এতটাই মজেছেন যে নতুন বছরে পালিয়ে বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেছেন। তবে তা সবই ওই গানের মধ্যেই।

Advertisements

আরও পড়ুন ? Bhuban Badyakar: ‘আমার গানে নেচেই তো এত বড় সেলিব্রেটি’! সেই যুবতীর কাছে এবার বড় আবদার ভুবনের

ভুবন বাদ্যকরের নতুন যে গানটি রিলিজ হয়েছে সেটি বেঙ্গলি রিমিক্স মিউজিক নামে একটি youtube চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। ওই গানের ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যাচ্ছে, গানটি গেয়েছেন ভুবন বাদ্যকর এবং উমা মিত্র। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন গোরাচাঁদ ব্যানার্জি। এছাড়াও অন্যান্যরাও এই গানের বিভিন্ন সহযোগিতায় রয়েছেন। বছরের শেষে নতুন বছরের জন্য গান বানাতে পেরে স্বাভাবিকভাবেই খুশি ভুবন বাদ্যকর।

অন্যদিকে ইদানিংকালে বাদাম কাকুর বাজার ভালো না যাওয়ার কারণে আর্থিক অবস্থা একেবারেই খারাপ। এমন পরিস্থিতিতে তিনি বিখ্যাত উঠতি অভিনেত্রী হিসাবে পরিচিতি লাভ করা অঞ্জলি অরোরার কাছে সাহায্য দাবি করেছেন। ওই অভিনেত্রীর কাছে এমন সাহায্য দাবি করার কারণ হিসেবে তিনি যা জানিয়েছেন তা হলো, “আমার গানে রিলস ভিডিও বানিয়েই তো ভাইরাল হয়েছে উনি। উনি রিলস ভিডিও বানালেও ওই গান তো আমারই লেখা, আমারই সুর দেওয়া।”

Advertisements