Bhuban Badyakar: ‘আমার গানে নেচেই তো এত বড় সেলিব্রেটি’! সেই যুবতীর কাছে এবার বড় আবদার ভুবনের

নিজস্ব প্রতিবেদন : রাতারাতি কাঁচা বাদাম (Kancha Badam) গানের দৌলতে ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে উঠেছিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। প্রায় দু’বছর ধরে তিনি রমরমিয়ে নিজের বাজার চালালেও এখন তা থিতিয়ে পড়েছে। এমনকি এমন পরিস্থিতি এখন হয়ে দাঁড়িয়েছে যে তার সঞ্চিত টাকা-পয়সা সব প্রায় শেষের দিকে। এই পরিস্থিতিতে এবার এক যুবতীর কাছে বড় আবদার করলেন বাদাম কাকু।

ভুবন বাদ্যকর জানিয়েছেন, যখন তার রমরমা বাজার ছিল তখন রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে ডাক পড়তো। কিন্তু এখন সেই বাজার আর নেই, আর বাজার না থাকার পাশাপাশি এখন সবাই তাকে ভুলে গিয়েছেন। টাকা পয়সা এখন নেই বললেই চলে। কোনক্রমে চলছে সংসার। এমনকি তিনি যে বাড়ি তৈরি করতে শুরু করেছিলেন তাও পুরোপুরিভাবে সম্পূর্ণ। এরপর আবার রয়েছে কপিরাইটের জ্বালা।

এদিকে ভুবনের কাঁচা বাদাম গানের রিলস বানিয়ে রাতারাতি সেলিব্রেটি হয়েছিলেন অঞ্জলি অরোরা (Anjali Arora)। ২৪ বছর বয়সী ওই যুবতী বিভিন্ন সময় রিলস বানালেও কাঁচা বাদাম গানে যেভাবে ভাইরাল হয়েছিলেন তা কোনদিন হননি বলেই জানা যায়। এর পাশাপাশি ওই যুবতীকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়েলিটি শো লক আপে। যা যাচ্ছে ওই যুবতী ২৪ বছর বয়সেই রিলস বানিয়ে তৈরি করেছেন কোটি টাকার বাড়ি। এই বয়সেই তার কাছে রয়েছে দামি এসইউভি গাড়ি।

আরও পড়ুন 👉 দুঃখের দিন শেষ! ভাগ্য বদল ভুবন বাদ্যকরের! জীবনের নতুন মোড় বাদাম কাকুর

অনেকেই দাবি করেন অঞ্জলি অরোরার এমন জনপ্রিয়তা অর্জনের পিছনে রয়েছে মূলত ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান। এরই পরিপ্রেক্ষিতে ভুবন বাদ্যকর জানিয়েছেন, “আমি শুনেছি একজন অভিনেত্রী নাকি আমার গানে নাচ করে গাড়ি-বাড়ি সব বানিয়েছেন। অথচ আমার অবস্থা দেখুন। আমি ওই অভিনেত্রীর কাছে সাহায্য চাই। ওই অভিনেত্রী আমার গানে রিলস বানিয়েই জনপ্রিয়তা অর্জন করলেন আর আমি কিছুই করতে পারলাম না।”

এর পাশাপাশি তিনি দাবি করেছেন, “ওই গান তো আমারই লেখা। আমারই সুর দেওয়া এবং গাওয়া। ওই গানে রিলস বানিয়ে অনেকে লাখ লাখ টাকা কামিয়েছেন। আর আমার অবস্থা দেখুন, নিজের গানে নিজের অধিকার নেই। তাই আমি ওই অভিনেত্রীর কাছে সাহায্য চাই যাতে উনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। রিলস উনি বানালেও গান তো সেই আমারই। আমারও তো কিছু প্রাপ্য থাকে।”