দুঃখের দিন শেষ! ভাগ্য বদল ভুবন বাদ্যকরের! জীবনের নতুন মোড় বাদাম কাকুর

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামের ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) আশা করি আপনি চেনেন। এই মানুষটি বীরভূমের গণ্ডি পেরিয়ে রাজ্য, দেশ এবং বিদেশে রাতারাতি পরিচিতি লাভ করেছিলেন। তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মূলত তার ভাইরাল কাঁচা বাদাম (Kancha Badam) গানের দৌলতে। তবে এমন একজন সেলিব্রেটির ভালো দিন দীর্ঘস্থায়ী হয়নি।

মোটর বাইকে করে যখন বাদাম কাকু গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন সেই সময় তার ছিল বেহাল অবস্থা। তবে তার কাঁচা বাদাম গানটিই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল। তাকে করে তুলেছিল সেলিব্রেটি। দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছিল টাকা পয়সা। কিন্তু এরই মধ্যে ফের ভাগ্যের চাকা ঘুরে যায় ভুবনের। তার গানের কপিরাইট অন্যের হাতে চলে যাওয়া, ধীরে ধীরে জনপ্রিয়তা হারানো ফের তাকে আগের জায়গায় নিয়ে আসে। চরম অসহায় অবস্থায় দিন কাটতে থাকে বাদাম কাকুর।

যদিও বর্তমানে বাদাম কাকুর পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার মুখে বলেই জানা গিয়েছে। সময় যখন খারাপ চলছিল সেই সময় তার মাথায় অনেক কিছুই ঘোরাফেরা করছিল। কখনো ভাবছিলেন ফের পুরাতন ব্যবসায় ফিরে যাবেন, আবার কখনো ভাবছিলেন অন্য কোন উপায়। এমনকি তার পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে তাকে ছেলের চাকরির টাকাতে সংসার চালাতে হচ্ছিল এবং নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছিল।

আরও পড়ুন 👉 কপাল খুলল বাদাম কাকুর! সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল ভুবনের গাওয়া গান

তবে সম্প্রতি ভুবন বাদ্যকরের পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে মূলত ডিসেম্বর মাসে বেশ কিছু জায়গায় গান গাওয়ার সুযোগ আসার কারণে। নতুন করে কিছু শোয়ে গান করার ডাক পাওয়ার পরিপ্রেক্ষিতে বাদাম কাকু ফের নতুন করে দুঃস্বপ্নের দিনগুলিকে ফেলে এসে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। নতুন করে পথ চলার স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। নিজেকে শিল্পী হিসাবে দাবি করা বাদাম কাকু ফের শিল্পের জায়গায় ফিরে যেতে মুখিয়ে রয়েছেন।

বাদাম কাকু দু’বছরের কাছাকাছি সময় সোশ্যাল মিডিয়া কাঁপালেও বর্তমান পরিস্থিতিতে তিনি প্রায় এক বছর ধরে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে নতুন করে যে সকল শোয়ে গান করার সুযোগ পাচ্ছেন, সেখান থেকে আসা উপার্জন তার মেরুদন্ড কিছুটা সোজা করবে বলেই মনে করা হচ্ছে। দেখার বিষয় বাদাম কাকু ফের আগের মত জীবনযাপন করার সুযোগ পান কিনা।