Sunday Weather Forecast South Bengal: মেঘে ঢাকা পড়েছে আকাশ, কয়েকঘন্টাতেই নামবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদন : খটখটে রোদ আর তাপপ্রবাহ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের অবস্থা নাজেহাল করেছে। এমন পরিস্থিতি থেকে রবিবার রেহাই মিলবে বলে হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। রবিবার সকাল হতেই সেই পূর্বাভাস সত্যি হওয়ার মতোই পরিস্থিতি তৈরি করছে।

রবিবার সকাল থেকেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ হালকা মেঘে ঢাকা পড়েছে। মেঘে ঢাকা পড়েছে কলকাতার আকাশ। কোন কোন জায়গায় ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলবে বলেই পূর্বাভাস (Sunday Weather Forecast South Bengal) দিচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টি নেমে আসতে পারে হাওড়া, সল্টলেক, দমদম, আলিপুর সহ বিভিন্ন জায়গায়। আর এই বৃষ্টির ফলে তাপপ্রবাহ পরিস্থিতি থেকে রেহাই পাওয়া গেলেও অবশ্য সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোন ফারাক আসবে না বলেও জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির কাছাকাছি।

আরও পড়ুন 👉 HS New Syllabus Books: কবে মিলবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাসের বই! চিন্তার মাঝেই ভালো খবর

অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যে সকল জেলায় হওয়ার কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে সেই সকল জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই সকল জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে।

এখন তাকানো যাক দক্ষিণবঙ্গের অন্যান্য ৭ জেলার দিকে। যে ৭ জেলা হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই ৭ জেলায় ধেয়ে আসবে কালবৈশাখী ঝড়। এই ৭ জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সাত জেলায়। রবিবার কালবৈশাখীর কারণে দক্ষিণবঙ্গের এইসব জেলার সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রী কমবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।