Kanyashree Recruitment 2024: মাস মাসে মিলবে ১১০০০, কন্যাশ্রী থেকেও রোজগারের সুযোগ দিচ্ছে রাজ্য

Kanyashree Recruitment 2024 notification has been released: পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত প্রকল্পের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হল কন্যাশ্রী যেখানে স্কুল পূর্ব ছাত্রীদের কে আর্থিক সহায়তা করা হবে এবং এককালীন একটি অর্থ প্রদান করা হবে উচ্চ শিক্ষার জন্য। সম্প্রতি কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের (Kanyashree Recruitment 2024) বিজ্ঞপ্তি বেরিয়েছে। কারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করা যাবে সমস্ত কিছু জানুন আজকের এই প্রতিবেদনে

নিয়োগ করা হবে

উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন থেকে কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ (Kanyashree Recruitment 2024) করা হবে।

পদের নাম

কন্যাশ্রীর প্রকল্পে যে পদের জন্য জেলা প্রশাসন নিয়োগ করতে চলেছে সেই পদটির নাম হল – ডেটা ম্যানেজার

শূন্যপদ

ডেটা ম্যানেজারের জন্য পদ খালি – ১টি।

কোথায় পোস্টিং হবে?

বাছাই করা প্রার্থীর পোস্টিং হবে ব্যারাকপুর ১ নং ব্লক এলাকায়।

যোগ্যতা
  • কন্যাশ্রী প্রকল্পে (Kanyashree Recruitment 2024) উক্ত পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন বাধ্যতামূলক।
  • এছাড়া প্রার্থীদের কম্পিউটারে দক্ষ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলে সেই প্রার্থীরা অগ্রাধিকার যোগ্য।
  • কম্পিউটারে টাইপিং স্পিড হতে হবে মিনিট প্রতি ৩০ WPM।
  • সর্বশেষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাদেরকে আগে গ্রহণ করা হবে।
বয়সসীমা

২০২৪ এর ১লা জানুয়ারি অনুযায়ী, ১৮ বছর থেকে ৩৭ বছর পর্যন্ত বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে।

বেতন

ডেটা ম্যানেজার পদের জন্য মাসিক ১১,০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

আবেদন শুরু

এই বছর ৭ই মার্চ থেকে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করার পর থেকে আবেদন শুরু হয়েছে।

আবেদন শেষ

উক্ত পদের জন্য আবেদন চলবে ১৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

আরও পড়ুন 👉 Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারের এক টাকাও ঢুকবে না! যদি থাকে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট

আবেদন পদ্ধতি
  1. প্রথমে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganas.gov.in- প্রবেশ করতে হবে।
  2. ওয়েবসাইটে ঢুকে প্রথমে আপনার ফোন নম্বর অথবা ইমেইল এবং পাসওয়ার্ড তৈরি করে লগ ইন করতে হবে।
  3. লগ ইন সম্পন্ন হলেই অনলাইনে আপনাকে আবেদনের লিংকটি দেওয়া হবে।
  4. সেই লিংকে আবেদন পত্রটিতে আপনার সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
  5. এরপর আবেদন পত্রে যে সমস্ত নথিগুলি চাওয়া হয়েছে সেগুলো স্ক্যান করে, আপনার এক কপি ছবিও স্ক্যান করে অনলাইনেই আপলোড করতে হবে।
  6. সমস্ত পদ্ধতি সম্পন্ন হওয়ার পর আবেদনটি জমা দিতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া

তিনটি ভাগে পরীক্ষা নেওয়া হবে। প্রথমেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা যারা পাশ করবে তাদেরকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটার টেস্টে যারা পাশ করবেন তাদেরকেই চূড়ান্ত ইন্টারভিউতে পাঠানো হবে।

  1. লিখিত পরীক্ষা – ৪০
  2. কম্পিউটার টেস্ট – ৫০
  3. ইন্টারভিউ – ১০